Trump meets Zelensky: রাশিয়া-ইউক্রেনের যুদ্ধ শেষের সম্ভাবনা কতটা? জেলেনস্কির সঙ্গে বৈঠক শেষে ট্রাম্প বললেন…

Trump meets Zelensky: চলতি বছরের ফেব্রুয়ারিতে হোয়াইট হাউসেই ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসেছিলেন জেলেনস্কি। সেই বৈঠকে দুই রাষ্ট্রপ্রধানের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হয়েছিল। জেলেনস্কির 'কৃতজ্ঞতার অভাব' রয়েছে বলে তোপ দেগেছিলেন ট্রাম্প। কিছুক্ষণের মধ্যে হোয়াইট হাউস ছেড়ে বেরিয়ে যান জেলেনস্কি।

Trump meets Zelensky: রাশিয়া-ইউক্রেনের যুদ্ধ শেষের সম্ভাবনা কতটা? জেলেনস্কির সঙ্গে বৈঠক শেষে ট্রাম্প বললেন...
হোয়াইট হাউসে বৈঠক করেন ডোনাল্ড ট্রাম্প ও ভলোদিমির জেলেনস্কি

Aug 19, 2025 | 12:17 AM

ওয়াশিংটন: দিন তিনেক আগে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করেছিলেন। সেই বৈঠক হয়েছিল আলাস্কায়। এবার হোয়াইট হাউসে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠক করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রায় সাড়ে তিন বছর ধরে চলা রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধ বন্ধে তৎপর তিনি। এদিন জেলেনস্কির সঙ্গে বৈঠকের পর মার্কিন প্রেসিডেন্ট বললেন, রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধে শেষের যুক্তিসম্মত সম্ভাবনা রয়েছে। একইসঙ্গে তাঁর বক্তব্য, “আশা করি পুতিনও এই যুদ্ধের অবসান চাইবেন।”

চলতি বছরের ফেব্রুয়ারিতে হোয়াইট হাউসেই ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসেছিলেন জেলেনস্কি। সেই বৈঠকে দুই রাষ্ট্রপ্রধানের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হয়েছিল। জেলেনস্কির ‘কৃতজ্ঞতার অভাব’ রয়েছে বলে তোপ দেগেছিলেন ট্রাম্প। কিছুক্ষণের মধ্যে হোয়াইট হাউস ছেড়ে বেরিয়ে যান জেলেনস্কি। খনিজ অধিকার চুক্তি সম্পন্ন না করেই চলে যান। অথচ ওই সময় তাঁর হোয়াইট হাউসে আসার প্রধান উদ্দেশ্য ছিল ওটাই।

পাঁচ মাস পর সেই হোয়াইট হাউসে বৈঠকে দুই রাষ্ট্রনেতার প্রতিক্রিয়া কেমন হবে, তা নিয়ে কৌতূহল বেড়েছিল। এদিন জেলেনস্কিকে স্বাগত জানাতে হোয়াইট হাউসের বাইরে অপেক্ষা করছিলেন ট্রাম্প। উষ্ণ করমর্দনের মাধ্যমে জেলেনস্কিকে অভ্যর্থনা জানান মার্কিন প্রেসিডেন্ট। ইউক্রেনের প্রেসিডেন্টের কাঁধে হাত রাখেন।

আগের সফরে জেলেনস্কির পোশাক নিয়ে মন্তব্য করেছিলেন ট্রাম্প। এবার ইউক্রেনের প্রেসিডেন্ট ‘সামরিক ধাঁচের’ স্যুট পরে এসেছিলেন। এদিন ট্রাম্পের স্ত্রী মেলানিয়াকেও ধন্যবাদ জানান জেলেনস্কি। যুদ্ধে শিশুদের দুর্দশার কথা তুলে ধরে তাদের রক্ষার জন্য পুতিনকে চিঠি লিখেছিলেন মেলানিয়া। জেলেনস্কির স্ত্রী ওলেনা জেলেনস্কা মেলানিয়াকে একটি চিঠি লিখেছেন। সেই চিঠিটি এদিন ট্রাম্পের হাতে ইউক্রেনের প্রেসিডেন্ট তুলে দেন মেলানিয়াকে দেওয়ার জন্য।

এদিন ট্রাম্প বলেন, “সবকিছু ঠিক থাকলে এবার আমরা ত্রিপাক্ষিক বৈঠক করব। আশা করি, সেই বৈঠক হলে যুদ্ধ শেষের যুক্তিসম্মত সম্ভাবনা থাকবে। যুদ্ধে মানুষ মরছে, আমরা সেটা বন্ধ করতে চাই। আমি ও প্রেসিডেন্ট জেলেনস্কির মতো আশা করি পুতিনও যুদ্ধ শেষ করতে চান।”