
স্টকহোম: ২৪ ঘণ্টা আগে চিকিৎসায় নোবেল প্রাপকদের নাম ঘোষণা হয়েছিল। পুরস্কার পেয়েছেন ৩ জন। এবার পদার্থবিদ্যায়ও নোবেল পেলেন তিন বিজ্ঞানী। গতকাল চিকিৎসায় নোবেল প্রাপকদের মধ্যে ২ জন ছিলেন আমেরিকার নাগরিক। আর পদার্থবিদ্যায় নোবেল প্রাপক তিন বিজ্ঞানীই আমেরিকান। মঙ্গলবার রয়্যাল সুইডিশ অ্যাকাডেমি ঘোষণা করে, এ বছর পদার্থবিদ্যায় নোবেল পাচ্ছেন জন ক্লার্ক, মাইকেল এইচ ডেভোরেট এবং জন এম মার্টিনিজ। ইলেকট্রিক সার্কিটে ম্যাক্রোস্কোপিক কোয়ান্টাম মেকানিক্যাল টানেলিং এবং শক্তির পরিমাপ আবিষ্কারের জন্য তাঁদের নোবেল দেওয়া হল।
কোয়ান্টাম মেকানিক্স নিয়ে কাজের জন্য এই তিন বিজ্ঞানী এ বছর নোবেল পেলেন। নোবেল কমিটি এক বিবৃতিতে জানিয়েছে, এই বছর পদার্থবিদ্যায় নোবেল পুরস্কার কোয়ান্টাম ক্রিপ্টোগ্রাফি, কোয়ান্টাম কম্পিউটার এবং কোয়ান্টাম সেন্সর-সহ পরবর্তী প্রজন্মের কোয়ান্টাম প্রযুক্তি বিকাশের সুযোগ করে দিয়েছে। প্রসঙ্গত, কোয়ান্টাম থিওরিতে পথপ্রদর্শক নীলস বোরও পদার্থবিদ্যায় নোবেল পেয়েছিলেন। গত বছর পদার্থবিদ্যায় নোবেল পেয়েছিলেন মার্কিন বিজ্ঞানী জন হপফিল্ড এবং ব্রিটিশি-কানাডিয়ান জিওফ্রে হিন্টন। আগামিকাল (বুধবার) রসায়নে নোবেল প্রাপকের নাম ঘোষণা করা হবে। আর গতকাল চিকিৎসায় যে তিন জন নোবেল প্রাপকের নাম ঘোষণা করা হয়েছে, তাঁরা হলেন ম্যারি ই ব্রুঙ্কো, ফ্রেড ব়্যামসডেল এনং শিমন সাকাগুচি।
পুরস্কারমূল্য হিসেবে পদার্থবিদ্যায় নোবেল প্রাপকদের ১.২ মিলিয়ন মার্কিন ডলার দেওয়া হবে। আগামী ১০ ডিসেম্বর আলফ্রেড নোবেলের প্রয়াণ দিবসে স্টকহোমে বিজ্ঞান, সাহিত্য ও অর্থনীতিতে নোবেল প্রাপকদের হাতে পুরস্কার তুলে দেবেন সুইডেনের রাজা। শান্তিতে নোবেল পুরস্কার শুক্রবার ঘোষণা করা হবে। অসলোতে একটি পৃথক অনুষ্ঠানে শান্তিতে নোবেল প্রাপকের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে।