Russia Ukraine War: মুখোমুখি আলোচনায় বসতে চলেছেন পুতিন-জেলেনস্কি! ট্রাম্পের ‘কলকাঠিতে’ যুদ্ধবিরতির পথে আরও দুই দেশ?
Russia Ukraine War: জানা গিয়েছে, আগামী ১৫ই মে ইস্তানবুলে জেলেনস্কিকে বৈঠকের প্রস্তাব দিয়েছেন রুশ প্রেসিডেন্ট। ৩০ দিনের জন্য নিঃশর্ত যুদ্ধবিরতির দাবি তুলেছিল ইউক্রেন ও তার সহযোগীরা। রাজি হয়েছিল রাশিয়া।

মস্কো: মুখোমুখি পুতিন-জেলেনস্কি। বছর পুরনো সংঘর্ষে এবার ইতি টানতে পারেন তারা। গত তিন বছর ধরে যুদ্ধে মেতেছে রাশিয়া ও ইউক্রেন। এবার সেই সংঘর্ষেই বাঁধ ফেলতে চলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কার্যত তার অনুরোধেই আবার জুড়ে যাওয়ার চেষ্টা করছে ছিঁড়ে যাওয়া দু’টো সুতো।
জানা গিয়েছে, আগামী ১৫ই মে ইস্তানবুলে জেলেনস্কিকে বৈঠকের প্রস্তাব দিয়েছেন রুশ প্রেসিডেন্ট। ৩০ দিনের জন্য নিঃশর্ত যুদ্ধবিরতির দাবি তুলেছিল ইউক্রেন ও তার সহযোগীরা। রাজি হয়েছিল রাশিয়া। আগামিকাল অর্থাৎ সোমবার থেকেই লাগু হয়ে যাবে সেই যুদ্ধবিরতি। তার আগে রবিবার মস্কোর তরফে জেলেনস্কিকে দেওয়া হয়েছে আলোচনার বসার প্রস্তাব।
কিন্তু পুতিনের ডাকে সাড়া দেবেন জেলেনস্কি? জানা গিয়েছে, পুতিনের সঙ্গে দেখা করতে রাজি হয়েছেন তিনিও। এদিন নিজের এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করে জেলেনস্কি লেখেন, ‘আমরা আশাবাদী যে সোমবার থেকে নিঃশর্ত ভাবে পুরো দমে যুদ্ধবিরতি লাগু হয়ে যাবে এবং বৃহস্পতিবার আমি ইসতানবুলে পুতিনের জন্য অপেক্ষা করব।’
যদি সেদিন সত্যিই মুখোমুখি বসেন পুতিন-জেলেনস্কি। তবে ইতিহাসের পাতায় এই ঘটনা একটি স্মরণীয় ক্ষণ হয়ে থাকবে বলেই মত ওয়াকিবহাল মহলের। গত তিন বছর ধরে যে ভাবে সংঘর্ষে মেতেছে দুই দেশ, সেই ভিত্তিতে এমন ভাবে মুখোমুখি আলোচনা হলে একটা সমাধানের পথ তৈরি হতে পারে বলেও মনে করছেন অনেকেই।

