পেশোয়ার: পাকিস্তানের সেনাছাউনিতে বিস্ফোরক ভর্তি দুটি গাড়ি নিয়ে আত্মঘাতী হামলা। মঙ্গলবার সন্ধ্যায় খাইবার পাখতুনখোয়া প্রদেশের বান্নু জেলায় সেনাছাউনিতে ওই জোড়া আত্মঘাতী বিস্ফোরণে কমপক্ষে ৯ জনের মৃত্যু হয়েছে। জোড়া বিস্ফোরণে কমপক্ষে ২০ জন জখম হয়েছেন।
এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, মৃতদের মধ্যে তিনজন শিশু ও ২ জন মহিলা রয়েছেন। বিস্ফোরণে তীব্রতা এতটাই ছিল যে দুটি চার ফুটের গর্ত তৈরি হয়ে গিয়েছে। আশপাশের কমপক্ষে আটটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।
এক পুলিশ অফিসার জানিয়েছেন, আত্মঘাতী বিস্ফোরণে ২ জঙ্গি নিজেদের উড়িয়ে দেয়। বিস্ফোরণের পর আরও কয়েকজন জঙ্গি সেনাছাউনিতে ঢোকার চেষ্টা করে। নিরাপত্তারক্ষীদের সঙ্গে গুলির লড়াইয়ে ৬ জঙ্গির মৃত্যু হয়। সংবাদসংস্থা এএফপি-কে এক আধিকারিক জানিয়েছেন, আত্মঘাতী বিস্ফোরণের পর ১২ জঙ্গি সেনাছাউনিতে ঢোকার চেষ্টা করেছিল।
সেনাছাউনিতে হামলার দায় স্বীকার করেছে হাফিজ গুল বাহাদুর আর্মড গ্রুপ। গত বছরের জুলাইয়ে এই সেনাছাউনিতে একই রকমভাবে বিস্ফোরকভর্তি গাড়ি নিয়ে আত্মঘাতী হামলা চালিয়েছিল এই জঙ্গি সংগঠন। তাতে ৮ পাকিস্তানি জওয়ানের মৃত্যু হয়।
কয়েকদিন আগে পাকিস্তানের একটি ধর্মীয় স্কুলে আত্মঘাতী হামলা হয়েছিল। তাতে ৬ জনের মৃত্যু হয়। ইসলামাবাদের একটি সংস্থার তথ্য বলছে, গত বছর হামলায় পাকিস্তানে ১৬০০ জনের বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। ২০২১ সালে আফগানিস্তানে তালিবান শাসন শুরু হওয়ার পর পাকিস্তানে জঙ্গি হামলা বেড়েছে বলে অভিযোগ। পাকিস্তানের বক্তব্য, আফগানিস্তানের মাটিতে ঘাঁটি গেড়ে থাকা জঙ্গিরা পাকিস্তানে হামলা চালাচ্ছে। জঙ্গিদের আফগানিস্তানের মাটি থেকে উপড়ে ফেলতে ব্যর্থ সেদেশের সরকার। তালিবান সরকার অবশ্য পাকিস্তানের অভিযোগ খারিজ করে দিয়েছে।