
ইসলামাবাদ: চলছিল শান্তি বৈঠক। আর সেই বৈঠক চলাকালীন বিস্ফোরণ। ভেঙে পড়ল বাড়ির একাংশ। ধ্বংসস্তূপের তলায় চাপা পড়লেন অনেকে। বিস্ফোরণে কমপক্ষে ৭ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অনেকে। সোমবার পাকিস্তানের দক্ষিণ ওয়াজিরিস্তান জেলায় এই বিস্ফোরণ হয়।
জানা গিয়েছে, খাইবার পাখতুনখোয়া প্রদেশের দক্ষিণ ওয়াজিরিস্তান জেলার ওয়ানায় স্থানীয় একটি শান্তি কমিটির অফিসে বিস্ফোরণ ঘটে। ওই অফিসে তখন শান্তি কমিটির বৈঠক চলছিল। আচমকা তীব্র বিস্ফোরণে অফিসের একাংশ ধসে পড়ে। ধ্বংসস্তূপের তলায় চাপা পড়েন অনেকে।
সঙ্গে সঙ্গে উদ্ধারকাজ শুরু করেন স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে পৌঁছয় উদ্ধারকারী দল। জখমদের স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে। তাঁদের কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানা গিয়েছে।
এখনও পর্যন্ত হামলার দায় স্বীকার করেনি কোনও জঙ্গি গোষ্ঠী। বিস্ফোরণের পরই এলাকাটি ঘিরে ফেলে পুলিশ ও নিরাপত্ত বাহিনী। শুরু হয়েছে তল্লাশি। পুলিশ জানিয়েছে, ঘটনাস্থল থেকে তথ্য-প্রমাণ সংগ্রহ করা হয়েছে। হামলায় জড়িতদের ধরতে সবরকম পদক্ষেপ করা হচ্ছে বলে আধিকারিকরা জানিয়েছেন।
পাকিস্তানে সন্ত্রাসবাদী হামলার কথা প্রায়ই শোনা যায়। বিশেষ করে খাইবার পাখতুনখোয়া ও বালোচিস্তান প্রদেশে। পাকিস্তান জঙ্গিদের ঘাঁটি বলে বারবার সরব হয়েছে ভারত-সহ বিশ্বের বিভিন্ন দেশ। পাক সেনা সন্ত্রাসবাদীদের মদত দেয় বলেও অভিযোগ। আর সেই জঙ্গি সংগঠনগুলির আক্রমণে প্রায়ই রক্তাক্ত হয় পাকিস্তানই।