
সিডনি: অস্ট্রেলিয়ার সিডনির বন্ডি বিচে ইহুদিদের উৎসব চলাকালীন নৃশংস হামলা। দুই বন্দুকধারীর এলোপাথাড়ি গুলিতে কমপক্ষে ১২ জনের মৃত্যু হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, অন্তত ৫০ রাউন্ড গুলি চলেছে। মৃতদের মধ্যে এক বন্দুকবাজ রয়েছে। অন্য বন্দুকবাজের অবস্থা আশঙ্কাজনক। পুলিশ-সহ ১১ জন আহত হয়েছেন। এই হামলাকে জঙ্গি হামলা বলে ঘোষণা করেছে নিউ সাউথ ওয়েলস পুলিশ। অস্ট্রেলিয়ায় জঙ্গি হামলার নিন্দা করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
বন্ডি বিচে হামলার ঘটনাকে ‘মর্মান্তিক ও বেদনাদায়ক’ বলে উল্লেখ করেছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ। এক বিবৃতিতে তিনি বলেন, “পুলিশ ও জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত কর্মীরা মানুষের প্রাণ বাঁচাতে ঘটনাস্থলে ঝাঁপিয়ে পড়েছেন।” হামলায় আহত ও নিহতদের পরিবারকে সমবেদনা জানান তিনি। নিউ সাউথ ওয়েলস পুলিশের সঙ্গে তাঁরা কাজ করছেন জানিয়ে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী বলেন, “আমি আশপাশের সবাইকে NSW পুলিশের তথ্য অনুসরণের জন্য অনুরোধ করছি।”
বন্ডি বিচে আটদিন ব্যাপী ইহুদি উৎসব হানুক্কা শুরু হয়েছে এদিন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ইহুদি এই উৎসবে সূচনা উপলক্ষে শয়ে শয়ে মানুষ সমুদ্র সৈকতে জড়ো হয়েছিলেন। তখনই কালো পোশাক পরা দুই বন্দুকধারী এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে। মুহূর্তে উৎসবের আনন্দ বদলে যায় আতঙ্কে। ভয়ে এদিক ওদিক দৌড়তে থাকেন সবাই। হামলার একটি ভিডিয়োও সামনে এসেছে।
এদিন ভারতীয় সময় দুপুর ২টা ১৭ মিনিটে (অস্ট্রেলিয়ায় সন্ধে ৭টা ৪৭ মিনিট) নিউ সাউথ ওয়েলস পুলিশ এক্স হ্যান্ডলে হামলার ঘটনার কথা জানায়। সেখানে বলা হয়, ২ জন বন্দুকবাজ বন্ডি বিচে এলোপাথাড়ি গুলি চালায়। পাল্টা জবাব দেয় পুলিশ। নিউ সাউথ ওয়েলস পুলিশ জানিয়েছে, মৃত ১২ জনের মধ্যে হামলাকারী এক বন্দুকবাজ রয়েছে। এক হামলাকারীর নাম জানা গিয়েছে। তার নাম নবীদ আক্রম।
সিডনিতে ইহুদিতে উৎসবে এই জঙ্গি হামলার কড়া নিন্দা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এক্স হ্যান্ডলে তিনি লেখেন, “ইহুদিদের হানুক্কা উৎসবের প্রথম দিন উদযাপনের মধ্যে হামলা চালানো হয়। এই হামলায় মৃতদের পরিজনদের ভারতবাসীর তরফে সমবেদনা জানাই। এই বিষাদের সময় অস্ট্রেলিয়ার নাগরিকদের সঙ্গে রয়েছি আমরা। সন্ত্রাসের বিরুদ্ধে ভারত জিরো টলারেন্স নীতি নিয়েছে। সন্ত্রাসের বিরুদ্ধে সবরকমের লড়াইকে ভারত সমর্থন করে।”