Sheikh Hasina: আর কি বাংলাদেশে ফিরবেন হাসিনা? বড় বার্তা পুত্র জয়ের

Rajib Khan | Edited By: সঞ্জয় পাইকার

Aug 09, 2024 | 7:25 PM

Sheikh Hasina: শেখ হাসিনা বাংলাদেশ ছাড়ার পর পুত্র জয় বলেছিলেন, তাঁর মা আর দেশে ফিরবেন না। বাংলাদেশের ভবিষ্যৎ কী হবে, তা নিয়ে যে বঙ্গবন্ধুর পরিবার আর ভাববে না, সেটাও স্পষ্ট করে দিয়েছিলেন তিনি। তারপর বুধবার এক ভিডিয়ো বার্তায় তিনি জানান, রাজনীতি থেকে সরছে না আওয়ামী লিগ। আর বৃহস্পতিবার একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে হাসিনার বাংলাদেশে ফেরা নিয়ে মন্তব্য করলেন জয়।

Sheikh Hasina: আর কি বাংলাদেশে ফিরবেন হাসিনা? বড় বার্তা পুত্র জয়ের
শেখ হাসিনা ও তাঁর ছেলে জয়

Follow Us

ঢাকা: কোটা সংস্কার আন্দোলনের জের। প্রধানমন্ত্রিত্ব থেকে পদত্যাগ করে বাংলাদেশ ছেড়েছেন শেখ হাসিনা। পদ্মাপারের দেশে অন্তর্বর্তী সরকার গঠন হয়েছে। প্রশ্ন উঠছে, শেখ হাসিনা কি আর বাংলাদেশে ফিরে আসবেন? সোমবার হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয় বলেছিলেন, তাঁর মা আর কখনও রাজনীতিতে ফিরবেন না। আর বৃহস্পতিবার হাসিনার বাংলাদেশে ফের নিয়ে বড় বার্তা দিলেন তাঁর পুত্র। জানিয়ে দিলেন, বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হলে দেশে ফিরবেন হাসিনা।

হাসিনা বাংলাদেশ ছাড়ার পর পুত্র জয় বলেছিলেন, তাঁর মা আর দেশে ফিরবেন না। বাংলাদেশের ভবিষ্যৎ কী হবে, তা নিয়ে যে বঙ্গবন্ধুর পরিবার আর ভাববে না, সেটাও স্পষ্ট করে দিয়েছিলেন তিনি। তারপর বুধবার এক ভিডিয়ো বার্তায় তিনি জানান, রাজনীতি থেকে সরছে না আওয়ামী লিগ। আর বৃহস্পতিবার একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে জয় জানালেন, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হলেই দেশে ফিরবেন তাঁর মা। তিনি আরও অভিযোগ করেন, পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই বাংলাদেশের পরিস্থিতি অস্থিতিশীল করে তুলেছে।

শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ার জন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানান জয়। তিনি বলেন, “আমি বলেছিলাম তিনি বাংলাদেশে আর ফিরবেন না। কিন্তু আমাদের নেতাকর্মীদের উপর দেশজুড়ে হামলা চালানোর পর গত দুইদিনে অনেক কিছু পরিবর্তন হয়েছে। আমাদের সমর্থকদের নিরাপদ রাখতে যা করার দরকার তার সবই আমরা করব। আওয়ামী লীগ বাংলাদেশের সবচেয়ে বড় ও পুরোনো রাজনৈতিক দল। যখন বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হবে, তখন শেখ হাসিনা অবশ্যই দেশে ফিরবেন।” আওয়ামী লীগ ভারতের সবসময়ের বন্ধু বলে উল্লেখ করেন জয়। বাংলাদেশে থাকা আওয়ামী নেতাদের সুরক্ষা নিশ্চিত করতে ভারতকে পদক্ষেপ করার অনুরোধও করেন।

আরও খবর পড়তে ডাউনলোড করুন Tv9 বাংলা অ্যাপ (Android/ iOs)

Next Article