Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Video: দিন-দুপুরে প্রকাশ্য রাস্তায় ছুরি হামলার শিকার বিরোধী দলের নেতা

Stabbed: দক্ষিণ কোরিয়ার দক্ষিণ বন্দর শহর বুসানে এদিন এক জনসভা করেন বিরোধী দলনেতা। জনসভার পর মঞ্চের সামনে দাঁড়িয়ে কর্মী-সমর্থকদের সঙ্গে কথা বলতে ও ছবি তুলতে দেখা যায়। তারপর হঠাৎ করেই এক হামলাকারী তাঁর উপর অতর্কিতে ছুরি নিয়ে হামলা চালায়।

Video: দিন-দুপুরে প্রকাশ্য রাস্তায় ছুরি হামলার শিকার বিরোধী দলের নেতা
প্রকাশ্য রাস্তায় ছুরিকাহত দক্ষিণ কোরিয়ার বিরোধী দলের নেতা।
Follow Us:
| Updated on: Jan 02, 2024 | 12:34 PM

বুসান: দিন-দুপুরে ছুরি হামলার শিকার হলেন দক্ষিণ কোরিয়ার বিরোধী দলনেতা লি জায়ে মিয়ং। মঙ্গলবার সকালে বন্দর শহর বুসান সফরেই ছুরিকাহত হয়েছেন তিনি। বর্তমানে তিনি গুরুতর আহত অবস্থায় স্থানীয় হাসপাতালে ভর্তি। প্রকাশ্যে তাঁর উপর হামলা চালানোর ভিডিয়ো বর্তমানে ভাইরাল।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দক্ষিণ কোরিয়ার দক্ষিণ বন্দর শহর বুসানে এদিন এক জনসভা করেন বিরোধী দলনেতা লি জায়ে মিয়ং। জনসভার পর মঞ্চের সামনে দাঁড়িয়ে কর্মী-সমর্থকদের সঙ্গে কথা বলতে ও ছবি তুলতে দেখা যায়। তারপর সাংবাদিক সম্মেলন করার সময়ই হঠাৎ করে এক হামলাকারী জায়ে মিয়ংয়ের উপর অতর্কিতে ছুরি নিয়ে হামলা চালায়। তাঁর গলায় কোপ বসা। এই হামলায় গুরুতর আহত হয়ে রাস্তায় লুটিয়ে পড়েন জায়ে মিয়ং। তারপরই পালিয়ে যায় হামলাকারী। এরপর দলীয় কর্মী ও পুলিশ মিয়ংকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করে। অন্যদিকে, হামলাকারীকেও পাকড়াও করেছে পুলিশ।

প্রসঙ্গত, কোরিয়ার ডেমোক্রেটিক পার্টির প্রধান হলেন লি জায়ে-মিউং। ২০২২ সালের প্রেসিডন্ট নির্বাচনে প্রার্থী হয়েছিলেন তিনি। কিন্তু, খুব অল্প ভোটের ব্যবধানে ইউন সুক-ইওলের কাছে পরাজিত হন জায়ে মিয়ং। ২০২৭ সালের প্রেসিডেন্ট নির্বাচনেও তিনি প্রার্থী হবেন বলে মনে করা হচ্ছে। যদিও তাঁর বিরুদ্ধে দুর্নীতি ও বিশ্বাস ভঙ্গের অভিযোগ রয়েছে। মিয়ং অবশ্য সেই অভিযোগ অস্বীকার করেছেন।