Sunita Williams Homecoming: ঘুটঘুটে অন্ধকারে পথ খুঁজছেন সুনীতারা! ন’মাস পর অবশেষে শুরু হল যাত্রা, ‘পরবর্তী স্টেশন’ পৃথিবী

Avra Chattopadhyay |

Mar 18, 2025 | 11:47 AM

Sunita Williams Homecoming: এর আগেও বহুবার নানা বিধ কাজে মহাকাশ ঘাঁটির বাইরে পা রেখেছেন তিনি। কিন্তু এবারের স্বাদটা অন্যরকম।

Sunita Williams Homecoming: ঘুটঘুটে অন্ধকারে পথ খুঁজছেন সুনীতারা! নমাস পর অবশেষে শুরু হল যাত্রা, পরবর্তী স্টেশন পৃথিবী
সুনীতা উইলিয়ামস
Image Credit source: Getty Image

Follow Us

ওয়াশিংটন: চারপাশে ঘুটঘুটে অন্ধকার। আর সেই অন্ধকারের মধ্যে ‘আলো’ হয়ে জ্বলছেন সুনীতারা। মহাশূন্য ভাসছে তাদের নিতে যাওয়া মাস্কের ড্রাগনযান। তাতেই রয়েছেন এই মার্কিন নভোশ্চররা। আন্তর্জাতিক মহাকাশ ঘাঁটি থেকে (International Space Station) ন’মাস পর বেরিয়ে মহাশূন্য ভাসলেন সুনীতা।

এর আগেও বহুবার নানা বিধ কাজে মহাকাশ ঘাঁটির বাইরে পা রেখেছেন তিনি। কিন্তু এবারের স্বাদটা অন্যরকম। অবশেষে পৃথিবীতে ফিরছেন তিনি। গত ন’মাস ধরে কার্যত এই দিনটার জন্যই যেন অপেক্ষা করেছিলেন সুনীতারা। নাসা সূত্রে জানা গিয়েছে, ভারতীয় সময় অনুযায়ী সকাল সাড়ে ১০টার কিছুটা পরে আন্তর্জাতিক মহাকাশ ঘাঁটি থেকে পৃথিবীর উদ্দেশে রওনা দিয়েছেন মাস্কের পাঠানো সেই মহাকাশযান। আপাতত তাদের গন্তব্যস্থল পৃথিবী।

নাসার একটি বিবৃতি অনুযায়ী, মঙ্গলবার বিকাল ৫টা ৫৭ মিনিট নাগাদ ফ্লোরিডার উপকূলে ‘আছাড়’ খেতে পারে সুনীতাদের মহাকাশযান। ভারতীয় সময় অনুযায়ী, তা প্রায় বুধবার ভোর সাড়ে ৩টে। ইতিমধ্যে, মহাকাশচারীদের ফেরার ছবি সম্প্রচার করতে শুরু করে দিয়েছে নাসা। তবে আজকেই বিকালে নামার কথা হলেও, সুনীতাদের পৃথিবীতে অবতরণ নিয়ে আতঙ্ক কাটেনি গবেষণা সংস্থার। কারণ, এই মহাকাশযানের অবতরণের ব্যাপারটা মোটেই খুব সহজ নয়। সাধারণ বিমানের মতো তা নামে না, এমনকি পৃথিবীর অরবিটে প্রবেশের সময় যানের মধ্যে বিপুল চাপ ও ঘর্ষণ তৈরি হয়। তাই ভয় একটা থেকেই যাচ্ছে।

উল্লেখ্য, গত বছরের জুন মাসে বোয়িং স্টারলাইনার মহাকাশযানে চেপে আন্তর্জাতিক মহাকাশ ঘাঁটির (International Space Station) উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন নাসা-র (NASA) নভোশ্চর সুনীতা উইলিয়ামস ও বুচ উইলমার। মোট আট দিনের জন্য সেই সফরে বেরিয়েছিলেন তাঁরা। কিন্তু যা আপাতত দীর্ঘায়িত হতে হতে এসে ঠেকল ন’মাসে। মূলত, নানা যান্ত্রিক গোলযোগের কারণেই এতদিন ধরে মহাশূন্যে বন্দি থাকতে হয়েছে তাদের। কিন্তু অবশেষে সেই বন্দিদশা কাটিয়ে পৃথিবীর উদ্দেশে রওনা দিলেন সুনীতারা।