Taliban vs Pakistan: পারমাণবিক বিজ্ঞানীদের বন্দি বানাল তালিবান! পাকিস্তানকে ধূলিসাৎ করতে এবার নতুন ফন্দি?
Taliban vs Pakistan: ১৬ জন পারমাণবিক বিজ্ঞানী-সহ তাদের সহায়কদের তুলে নিয়ে গেল পাকিস্তানের এই জঙ্গি গোষ্ঠী, এমনটাই খবর পাকিস্তানি সেনা সূত্রে। শুধু তাই নয়, সেই বিজ্ঞানীদের কাছে মজুত থাকা ইউরেনিয়াম-সহ পারমাণবিক বোমা বানানো যায়, এমন সব সামগ্রী তুলে নিয়ে গেল তারা।
ইসলামাবাদ: চিন্তা বাড়াচ্ছে তালিবানরা। ‘দুধ কলা দিয়ে যে এত দিন কাল সাপ পুষেছিল’, তা এবার তালিবানের কাজকর্ম দেখে হাড়ে হাড়ে টের পাচ্ছে পাকিস্তান। গতকাল পাকিস্তানে ১৬ জন পারমাণবিক বিজ্ঞানীকে অপহরণ করল তেহরিক-ই-তালিবান।
১৬ জন পারমাণবিক বিজ্ঞানী-সহ তাদের সহায়কদের তুলে নিয়ে গেল পাকিস্তানের এই জঙ্গি গোষ্ঠী, এমনটাই খবর পাকিস্তানি সেনা সূত্রে। শুধু তাই নয়, সেই বিজ্ঞানীদের কাছে মজুত থাকা ইউরেনিয়াম-সহ পারমাণবিক বোমা বানানো যায়, এমন সব সামগ্রী তুলে নিয়ে গেল তারা।
বছর বছর ধরে পাকিস্তানের গলার কাঁটা হয়ে সেদেশের খাইবার পাখতুন প্রদেশে বসে রয়েছে তেহরিক-ই-তালিবানের সদস্যরা। খাইবার পাখতুন এলাকাকে পাকিস্তান থেকে ভেঙে আফগানিস্তানের অন্তর্ভুক্ত বা একেবারে স্বাধীন করতেই সেখানে সন্ত্রাসবাদী কার্যকলাপ চালায় এই গোষ্ঠী। আফগানিস্তানে তালিবানী শাসন শুরু হতেই নিজেদের কোর্টে বল ফিরে পেয়েছে এই জঙ্গিগোষ্ঠী।
সম্প্রতি, গত বছরের শেষ থেকেও পাকিস্তানের একাধিক এলাকা, বিশেষ করে সীমান্তবর্তী এলাকাগুলিতে সন্ত্রাসবাদী কার্যকলাপ বাড়িয়েছে তেহরিক-ই-তালিবান। তার মধ্যেই এবার সরাসরি খাইবার পাখতুন থেকে পারমাণবিক বিশেষজ্ঞদের অপহরণ করল তারা। যা পাকিস্তানের জন্য যথেষ্ট চিন্তার বিষয় বলেই মনে করছে একাংশ।
ঘরেই পারমাণবিক বোমা তৈরি করতে এবার বিজ্ঞানীদের অপহরণের পথে নামল তালিবানি জঙ্গিরা? শঙ্কা বাড়ছে পাকিস্তানের। অবশ্য সেনা তরফে খবর, সেই বন্দিদের শর্তের বিনিময়ে মুক্তি দিতে রাজি হয়েছে তালিবানরা। তাদের দাবি, তেহরিক-ই-তালিবানের বিরুদ্ধে সামরিক অভিযান বন্ধ করলেই বন্দিদের মুক্ত করে দেবে তারা।