‘ভার্জিনিটি’ও বিক্রি হয়! ১৮ কোটিতে নিজেকে বিক্রি করলেন এই লাস্যময়ী…
Virginity Auction: অনলাইনে নিলাম করে নিজের কুমারীত্ব বিক্রি করেছেন তিনি। একটি এসকর্ট এজেন্সিই নিলামের ব্যবস্থা করেছিল। অভিনেতা, রাজনীতিবিদ, ব্যবসায়ী সহ বিভিন্ন হাই প্রোফাইল ব্যক্তি সেই নিলামে অংশ নিয়েছিলেন।

লন্ডন: প্রথমবার শারীরিক সম্পর্ক। আমাদের দেশে যৌনতা নিয়ে রাখঢাক রয়েছে বিশাল। অনেকেই চান, বিয়ের পরই প্রথমবার শারীরিক সম্পর্কে লিপ্ত হতে। এ দেশে যেখানে যৌনতা এবং কুমারীত্ব নিয়ে এত লজ্জা-রাখঢাক, সেখানেই নিজের ‘কুমারীত্ব’ বা ‘ভার্জিনিটি’ বিক্রি করে শিরোনামে ২২ বছরের যুবতী। এক অভিনেতার কাছে নিজের ভার্জিনিটি বিক্রি করেছেন যুবতী। বিনিময়ে পেয়েছেন ১৮ কোটি টাকা!
যুবতীর নাম লরা। ব্রিটেনের ম্যাঞ্চেস্টারের বাসিন্দা তিনি। অনলাইনে নিলাম করে নিজের কুমারীত্ব বিক্রি করেছেন তিনি। একটি এসকর্ট এজেন্সিই নিলামের ব্যবস্থা করেছিল। অভিনেতা, রাজনীতিবিদ, ব্যবসায়ী সহ বিভিন্ন হাই প্রোফাইল ব্যক্তি সেই নিলামে অংশ নিয়েছিলেন। সবথেকে বেশি বিড বা নিলামে দর ডাকেন এক হলিউডের অভিনেতা। ১.৭ মিলিয়ন পাউন্ডে বিনিময়ে ওই যুবতীর সঙ্গে প্রথমবার শারীরিক সম্পর্কে লিপ্ত হন।
নিজের কুমারীত্ব বিক্রি করে একটুও আক্ষেপ নেই লরার। ধার্মিক পরিবারে বেড়ে উঠলেও, তাঁর এই সিদ্ধান্ত সম্পূর্ণভাবেই আর্থিক স্থিতিশীলতা অর্জন করার জন্য নিয়েছেন বলে জানিয়েছেন। লরার যুক্তি, “প্রথমবার শারীরিক সম্পর্কে লিপ্ত হওয়ার ক্ষেত্রে অনেকেরই কোনও আর্থিক লাভ থাকে না বা অনুভূতির যোগ থাকে না। সেখানেই আর্থিক স্বাধীনতা অর্জনের জন্য এই সিদ্ধান্ত নিয়েছি। এই সিদ্ধান্ত নিয়ে কোনও আক্ষেপ নেই। অনেক মেয়েই নিজের ভার্জিনিটি খোয়ান বিনিময়ে কিছু না পেয়েই। আমি অন্তত নিজের ভবিষ্যৎ সুরক্ষিত করেছি।”
তবে লরার দাবিতেই হয়নি, তাঁকে নিজের কুমারীত্বের প্রমাণ দিতে হয়েছে। যে অভিনেতা তাঁর ‘ভার্জিনিটি’ কিনেছিলেন, তাঁর সামনেই মেডিক্যাল টেস্ট করান। পুরো বিষয়টাই গোপনীয় রাখা হয়েছিল। লরা জানিয়েছেন, ভবিষ্যতে ‘সুগার ড্যাডি’তেও তাঁর আপত্তি নেই।





