Bangladesh Politics: বাবা থেকে মেয়ে, আন্দোলনই বারবার পথ দেখিয়েছে বাংলাদেশকে
Sheikh Hasina: বাংলাদেশ তো সৃষ্টির আদিকাল থেকেই আন্দোলন দেখে আসছে। ১৯৭১ সালে স্বাধীনতা অর্জনের পর বিভিন্ন সময়ে একাধিক গণআন্দোলন হয়েছে সাবেক পূর্ব পাকিস্তানে। সেই সব আন্দোলন বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপট বদলেও দিয়েছে। কিন্তু দেশের রাষ্ট্রপ্রধানকে ইস্তফা দিয়ে দেশত্যাগ করতে হচ্ছে, এ পরিস্থিতির সাক্ষী আগে থাকেনি বাংলাদেশ। আসুন এক নজরে দেখে নিই কীভাবে বাংলাদেশে রাজনৈতিক পটভূমির পরিবর্তন হয়েছে বারবার। কীভাবে ক্ষমতার হাতবদল হয়েছে ভারতের এই প্রতিবেশী দেশে।

বাংলাদেশের ছাত্রসমাজ ও নাগরিকদের একাংশের আন্দোলনের জেরে প্রধানমন্ত্রীর পদ ত্যাগ করতে বাধ্য হয়ে দেশ ছেড়েছেন শেখ হাসিনা। জানুয়ারি মাসে তথা কথিত সাধারণ নির্বাচনে জিতে টানা চতুর্থবার প্রধানমন্ত্রীর পদে বসেছিলেন হাসিনা। এই নির্বাচনের স্বচ্ছতা নিয়ে বিরোধীদের অভিযোগ ছিল প্রচুর। সেই নির্বাচনের মাস ছয় কাটতে না কাটতেই সরকার বিরোধী আন্দোলনে উত্তাল হয়ে ওঠে বাংলাদেশ। কোটা সংস্কার আন্দোলন ক্রমেই কার্যত হাসিনা বিরোধী আন্দোলনে পরিণত হয়। আন্দোলনকারীরা হাসিনার পদত্যাগের দাবিতে সরব হয়েছিলেন। কার্ফু জারি করেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারেননি হাসিনা। অবশেষে ৫ অগস্ট দুপুরে প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে বিশেষ হেলিকপ্টারে ত্রিপুরার আগরতলায় আসেন শেখ হাসিনা ও তাঁর বোন শেখ রেহানা। সেখান থেকে সেনার বিমানেই ভারতের উত্তর প্রদেশে অবতরণ করেছেন মুজিব-কন্যা। এ পর্যায়ের আন্দোলনকে অভূতপূর্ব বলা হচ্ছে। কিন্তু, বাংলাদেশ তো সৃষ্টির আদিকাল থেকেই আন্দোলন দেখে আসছে। ১৯৭১ সালে স্বাধীনতা অর্জনের পর বিভিন্ন সময়ে একাধিক গণআন্দোলন হয়েছে সাবেক পূর্ব পাকিস্তানে। সেই সব আন্দোলন বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপট বদলেও দিয়েছে। কিন্তু দেশের রাষ্ট্রপ্রধানকে ইস্তফা দিয়ে দেশত্যাগ করতে...
