
তেহরান: ট্রাম্প যেমন ঢুকেছেন সংঘাতে, তিনি তেমন ঢুকেছেন সংঘর্ষ বিরতিতেও। কাতার-সহ মধ্যপ্রাচ্যের মোট চার দেশের মার্কিন সেনাঘাঁটিতে ইরান ভয়াবহ হামলা চালাতেই এই বিরতির কথা ঘোষণা করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
যুদ্ধের আশঙ্কাকে ঘণ্টাখানেকের মধ্যে শেষ করে দিয়ে নিজের সমাজমাধ্যম ট্রুথ সোশ্যালে (ভারতীয় সময় ৩টে ৩২ মিনিট নাগাদ) এই ঘোষণা করেছেন তিনি। এদিন মার্কিন প্রেসিডেন্ট লেখেন, ‘সবাইকে অনেক অভিনন্দন। আগামী ১২ ঘণ্টার জন্য ইজরায়েল ও ইরান সম্পূর্ণ ভাবে যুদ্ধবিরতির সিদ্ধান্ত নিয়েছে। অর্থাৎ, যুদ্ধ একেবারে শেষ।’
ট্রাম্পের সংযোজন, ‘প্রথম ১২ ঘণ্টার জন্য ইরান যুদ্ধবিরতি পালন করবে। তার পরের ১২ ঘণ্টার জন্য ইজরায়েল বিরতি পালন করবে। এরপর ২৪ ঘণ্টা কাটতেই টানা ১২ দিন ধরে চলা সংঘর্ষে একেবারে ইতি টানবে এই দুই দেশ। যখন এক পক্ষ ১২ ঘণ্টার যুদ্ধবিরতি পালন করবে, তখন অন্য পক্ষকে তার সেই সিদ্ধান্তকে সম্মান জানিয়ে শান্তি বজায় রাখতে হবে।’
এদিন ইজরায়েল-ইরানের সংঘর্ষকে ‘১২ দিনের যুদ্ধ’ বলে তকমা দিয়েছেন ট্রাম্প। তাঁর কথায়, ‘এই সংঘর্ষে ইতি টানার জন্য দুই দেশকেই অভিনন্দন জানাই। পাশাপাশি, তাদের সাহসিকতা ও বুদ্ধিমত্তা যথেষ্ট প্রশংসনীয়। এটি এমন একটি যুদ্ধ যা বছরের পর বছর চলতে পারত। দুই দেশ তথা গোটা মধ্যপ্রাচ্যকে শেষ করে দিতে পারত। কিন্তু তা হয়নি। আর সেটাই মঙ্গলজনক।’
উল্লেখ্য, সোমবার ভারতীয় সময় রাত সাড়ে ১০টা নাগাদ মধ্যপ্রাচ্যের চার দেশ যথাক্রমে কাতার, কুয়েত, বাহরিন ও ইরাকে হামলা চালায় ইরান। তাদের সেনা তরফে জানা যায়, এই দেশগুলির ক্ষতি নয়। বরং সেখানে অবস্থিত মার্কিন সেনাঘাঁটিগুলি লক্ষ্য করেই হামলা চালায় তারা। হামলা চালানো হয় মধ্যপ্রাচ্যে থাকা আমেরিকা সেনা ‘হৃদপিণ্ড’তেও। বলা চলে, এই গোটা অঞ্চলে কাতারেই রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সেনাঘাঁটি। এদিন মূলত সেটিকে ধ্বংস করতেই হামলা চালিয়েছিল ইরান সেনা। তারপর ঘণ্টাখানেক কাটতেই সুর নরম করলেন ট্রাম্প।