Donald Trump in Israel: ইজরায়েলের পার্লামেন্টেও ট্রাম্পের মুখে ভারত-পাক! ‘ছন্দ কাটলেন’ বিক্ষুব্ধ বামপন্থীরা

Donald Trump on India-Pak Conflict: সংঘর্ষবিরতির কৃতিত্ব নিতে উদ্যত্ত হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। কখনও সমাজমাধ্যমে পোস্ট, কখনও বা সংবাদমাধ্যমের সামনে বারংবার এই একই প্রসঙ্গ তুলে ধরতে দেখা গিয়েছে তাঁকে। কিন্তু নয়াদিল্লি তাতে কোনও দিনই প্রশ্রয় দেয়নি। বরং ট্রাম্পের এই দাবিকে বরাবরই নস্যাৎ করেছে তাঁরা।

Donald Trump in Israel: ইজরায়েলের পার্লামেন্টেও ট্রাম্পের মুখে ভারত-পাক! ছন্দ কাটলেন বিক্ষুব্ধ বামপন্থীরা
ইজরায়েলের পার্লামেন্টে ডোনাল্ড ট্রাম্প এবং বেঞ্জামিন নেতানিয়াহুImage Credit source: PTI

|

Oct 13, 2025 | 7:38 PM

নয়াদিল্লি: দফা এক, দাবিও এক। স্বীকৃতি দিতে হবে তাঁকে। তাঁর মধ্যস্থতাতেই ভারত-পাকিস্তান সংঘর্ষবিরতি হয়েছে, সেই দাবিতে জানাতে হবে সম্মতি। আর না জানালে? একাংশের মতে, তিনি নিজেই গোটা বিশ্বের কাছে ওই একই কথা বারংবার আওড়ে যাবেন। সোমবার তেমনটাই ঘটল। ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর আমন্ত্রণে সেদেশের পার্লামেন্ট নেসেটে ভাষণ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাতেও তুলে ধরেছেন ভারত-পাকিস্তান সংঘর্ষের কথা।

কী বললেন ট্রাম্প?

নেসেট সদস্য়দের উদ্দেশে ট্রাম্প বলেন, ‘আধুনিক ইজরায়েল তৈরির প্রথম দিন থেকে আমরা (আমেরিকা) এক সঙ্গে হাতে হাত মিলিয়ে কাজ করছি। আমরা বহু অসম্ভবকে সম্ভব করেছি। হামাসের হাতে পণবন্দিদেরও ফিরিয়ে এনেছি। আমরা (আমেরিকা) একাধিক দেশের মধ্যে নতুন করে সেতু তৈরি করেছি। তেল আভিভ থেকে দুবাই, হাফিয়া থেকে বেরুত, ইজরায়েল থেকে মিশর, আরব থেকে কাতার, ভারত থেকে পাকিস্তান, তুর্কিয়ে থেকে জর্ডান, আমিরশাহি থেকে ওমান, আর্মেনিয়া থেকে আজারবাইজান – প্রত্যেকে মধ্যে চলা যুদ্ধ থামিয়েছি।’

উল্লেখ্য, একেবারে প্রথমদিন থেকে ভারত-পাকিস্তান সংঘর্ষবিরতির কৃতিত্ব নিতে উদ্যত্ত হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। কখনও সমাজমাধ্যমে পোস্ট, কখনও বা সংবাদমাধ্যমের সামনে বারংবার এই একই প্রসঙ্গ তুলে ধরতে দেখা গিয়েছে তাঁকে। কিন্তু নয়াদিল্লি তাতে কোনও দিনই প্রশ্রয় দেয়নি। বরং ট্রাম্পের এই দাবিকে বরাবরই নস্যাৎ করেছে তাঁরা।

সন্ত্রাসের মৃত্যু

যুদ্ধ ‘থামিয়ে’ ইজরায়েলে নায়ক-সম হয়ে উঠেছেন ডোনাল্ড ট্রাম্প। তেল আভিভের উদ্দেশে রওনা দেওয়ার আগেই তিনি বলেছিলেন, ইজরায়েল-প্যালেস্তাইন যুদ্ধ শেষ হয়ে গিয়েছে। আর ইজরায়েলে পৌঁছতেই সেই দাবি হয়ে উঠল আরও বড়। সন্ত্রাসের যুগকেই শেষ করে দিয়েছেন বলে দাবি করলেন মার্কিন প্রেসিডেন্ট। তাঁর কথায়, ‘এটা শুধু একটা যুদ্ধের সমাপ্তি নয়। বরং সন্ত্রাস ও মৃত্যুর যুগের অবসান।’

তাঁর সংযোজন, ‘ইজরায়েল-প্যালেস্তাইন নিয়ে আট মাসে আটটা যুদ্ধ থামালাম। গতকালও এই সংখ্যা ছিল সাত। কিন্তু এখন থেকে বলতে পারব, আট জন পণবন্দি (যুদ্ধবিধ্বস্ত দেশ) আমি মুক্ত করে দিয়েছি।’

ট্রাম্পকে ঘিরে প্রতিবাদ

সোমবার ইজরায়েলের সেনেটে ভাষণ দেওয়ার সময় বিদ্রোহের মুখে পড়েন ডোনাল্ড ট্রাম্প। বক্তৃতার মাঝেই তাঁর ‘ছন্দ কাটেন’ বামপন্থীরা। ‘প্যালেস্তাইনকে স্বীকৃতি দিতে হবে’, লেখা পোস্টার হাতে তুলে নেসেটেই বিক্ষোভ দেখান দুই সদস্য। চলে স্লোগান। তবে বেশিক্ষণ নয়। নিমেশেই ওই দুই বামপন্থী সদস্য টেনেহিঁচড়ে পার্লামেন্ট থেকে বের করে দেন নিরাপত্তারক্ষীরা।