
আবুধাবি: তিনি ভারতীয় রেডিওলজিস্ট, ব্যবসায়ী। বুরজীল হোল্ডিংসের চেয়ারম্যান ও সিইও। যে বুরজীল হোল্ডিংস মধ্যপ্রাচ্যে অন্যতম বৃহৎ স্বাস্থ্যসেবা প্রদানকারী সংস্থা। সেই সংস্থার স্বাস্থ্যকর্মীদের চমক দিলেন চেয়ারম্যান চিকিৎসক শামশীর ভায়ালিল। সমাবেশের মাঝেই তাঁর সংস্থার স্বাস্থ্যকর্মীরা এমন মেসেজ পেলেন, যা দেখে চমকে উঠলেন। নিজের সংস্থার স্বাস্থ্যকর্মীদের জন্য ৩৭ কোটি টাকা দিলেন চিকিৎসক শামশীর ভায়ালিল। এতে উপকৃত হবেন ১০ হাজার স্বাস্থ্যকর্মী।
আবুধাবির ইতিহাদ এরিনায় সংস্থার স্বাস্থ্যকর্মীদের সঙ্গে একটি সমাবেশে যোগ দিয়েছিলেন শামশীর ভায়ালিল। সেখানে সাড়ে ৮ হাজারের বেশি স্বাস্থ্যকর্মী উপস্থিত ছিলেন। সংস্থার চেয়ারম্যান যখন বক্তব্য রাখছিলেন, মাঝপথে আবেগঘন মুহূর্ত তৈরি হয়। স্বাস্থ্যকর্মীরা একটি এসএমএস নোটিফিকেশন পান। যে মেসেজে বলা হয়, সংস্থার নতুন উদ্যোগ ‘বুরজীল প্রাউড’-এ তাঁদের নাম যোগ করা হয়েছে।
এই উদ্যোগের প্রথম ধাপে প্রায় ১০,০০০ স্বাস্থ্যকর্মী উপকৃত হবেন। এর আওতায় রয়েছে সংস্থার প্রায় ৮৫ শতাংশ নার্সিং স্টাফ, অ্যালায়েড হেলথ, রোগীসেবা, অপারেশন ও সাপোর্ট টিমের সদস্যরা। সংশ্লিষ্ট কর্মীর পদ ও ক্যাটেগরির উপর নির্ভর করে এই আর্থিক স্বীকৃতি তাঁদের ১৫ দিন থেকে এক মাসের মূল বেতনের সমপরিমাণ হবে বলে জানানো হয়েছে।
সংস্থার স্বাস্থ্যকর্মীদের সঙ্গে সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে চিকিৎসক শামশীর ভায়ালিল বলেন, এই উদ্যোগের সঙ্গে কোনও শর্ত জড়িত নেই। তিনি বলেন, “এটি কোনও নির্দিষ্ট বিভাগের জন্য পুরস্কার নয়। কিংবা কোনও শর্তসাপেক্ষ স্বীকৃতিও নয়। আপনারা কিছু চেয়েছেন বলে নয়-এই স্বীকৃতি আপনাদের জন্য। কারণ আপনারাই মাঠে থেকে কাজ করছেন।” তিনি আরও জানান, এই উদ্যোগ সেই দেশের প্রতি কৃতজ্ঞতার প্রকাশ, যে দেশ বুরজীল হোল্ডিংসের বিকাশ ও সাফল্যের পথ প্রশস্ত করেছে।
ঘোষণার পরপরই স্বাস্থ্যকর্মীদের হাততালিতে মুখরিত হয়ে ওঠে ইতিহাদ এরিনা। অনেক স্বাস্থ্যকর্মীকেই আবেগাপ্লুত হতে দেখা যায়। অনুষ্ঠানের পর এক নার্স বলেন, “এটা একেবারেই অপ্রত্যাশিত ছিল। মনে হল, সত্যিই ফ্রন্টলাইনে কাজ করা আমাদের সবার জন্য একটা বিশেষ মুহূর্ত।”