করোনার নতুন স্ট্রেনের দাপাদাপি, ব্রিটেনে ফের জাতীয় লকডাউন

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে লকডাউন ছাড়া আর কোনও পথ নেই। করোনার নতুন স্ট্রেনের সঙ্গে লড়াই করতে আগামী ফেব্রুয়ারি পর্যন্ত ঘরে থাকতে হবে দেশবাসীকে।

করোনার নতুন স্ট্রেনের দাপাদাপি, ব্রিটেনে ফের জাতীয় লকডাউন
ফাইল চিত্র

| Edited By: সোমনাথ মিত্র

Jan 05, 2021 | 10:00 AM

লন্ডন: উদ্বেগ বাড়াচ্ছে করোনার নতুন স্ট্রেন। ফের ব্রিটেনে জাতীয় লকডাউন ঘোষণা। সোমবার প্রধানমন্ত্রী বরিস জনসন এই লকডাউন ঘোষণা করে বলেন, আগামী দিনগুলি আরও কঠিন হতে চলেছে। খুব দ্রুত হারে সংক্রমণ ছড়াচ্ছে দেশে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে লকডাউন ছাড়া আর কোনও পথ নেই। করোনার নতুন স্ট্রেনের সঙ্গে লড়াই করতে আগামী ফেব্রুয়ারি পর্যন্ত ঘরে থাকতে হবে দেশবাসীকে। তবে বরিস আশাবাদী, ব্রিটেন কোভিড-লড়াইয়ের শেষ ধাপে এসে পৌঁছেছে।

জনসন বলেন, মঙ্গলবার রাত ১২টা থেকে লকডাউন চালু হয়ে যাবে দেশজুড়ে। স্কুল, কলেজ, বিশ্ববিদ্য়ালয়ের ক্লাস চলবে অনলাইনে। অতি জরুরি পরিষেবা ছাড়া সবই বন্ধ থাকবে। তবে ঘরবন্দি থাকলেই চলবে না, সকলকে সবরকম স্বাস্থ্য়বিধি মেনে চলার পরামর্শও দিয়েছেন প্রধানমন্ত্রী।

করোনার দ্বিতীয় স্ট্রেনে হু হু করে সংক্রমণ বাড়ছে দেশে। গত মঙ্গলবার ২৪ ঘণ্টায় ৮০,০০০-এর বেশি মানুষ করোনা পজিটিভ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। গত কয়েক মাসের তুলনায় হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ৪০ শতাংশ বেশি।। বরিসনের কথায়, “যেভাবে দেশে সংক্রমণ ছড়াচ্ছে তাতে আমাদের আরও বেশি করে সতর্ক হওয়া দরকার। কোভিড-১৯ নিয়ন্ত্রণ বিধিকে হালকাভাবে নিলে চলবে না। করোনার এই স্ট্রেনের বিরুদ্ধে আমাদের কড়া পদক্ষেপ করতে হবে।”