Russia-Ukraine War: কিয়েভে রুশ মিসাইলের হামলায় জ্বলে পুড়ে ধ্বংস ভারতীয় ফার্মা কোম্পানির ওয়ারহাউস, জরুরি ওষুধ মিলবে কোথা থেকে? উঠছে প্রশ্ন
Medicine Crisis: গতকাল রাশিয়ার ছোড়া একটি মিসাইলের আঘাতে ওয়ারহাউস সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়। এবার ওষুধের জোগান কোথা থেকে হবে, তা নিয়ে সংশয় তৈরি হয়েছে। ভারতেও এর প্রভাব পড়তে পারে।

কিয়েভ: রাশিয়া-ইউক্রেনের যুদ্ধে এবার বড় ক্ষতির মুখে ভারত। দেশে সঙ্কট দেখা যেতে পারে ওষুধের। ইউক্রেনের দাবি, রাশিয়ার ছোড়া মিসাইলে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে ভারতীয় ফার্মাসিউটিক্যাল কোম্পানির ওয়ারহাউস। ইচ্ছাকৃতভাবেই ভারতীয় ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলিকে নিশানা করা হচ্ছে বলেও দাবি।
জানা গিয়েছে, ইউক্রেনের রাজধানী কিয়েভে কুসুম নামক একটি ভারতীয় ফার্মাসিউটিক্যাল কোম্পানির ওয়ারহাউস ছিল। ওই সংস্থাটি রাজীব গুপ্তা নামক এক ভারতীয় ব্যবসায়ীর। ইউক্রেনের অন্যতম বড় ফার্মাসিউটিক্যাল ফার্ম ছিল এটি। গুরুত্বপূর্ণ ও অত্যাবশ্যকীয় ওষুধ তৈরি করত এই সংস্থা।
গতকাল রাশিয়ার ছোড়া একটি মিসাইলের আঘাতে ওয়ারহাউস সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়। এবার ওষুধের জোগান কোথা থেকে হবে, তা নিয়ে সংশয় তৈরি হয়েছে। ভারতেও এর প্রভাব পড়তে পারে।
এদিকে, ভারতে অবস্থিত ইউক্রেনের দূতাবাসের তরফে রাশিয়াকে আক্রমণ করে বলা হয়েছে, “আজ ইউক্রেনে ভারতীয় ফার্মাসিউটিক্যাল কোম্পানি কুসুমের ওয়ারহাউসে হামলা করেছে রাশিয়ান মিসাইল। ভারতের সঙ্গে বিশেষ বন্ধুত্বের দাবি করলেও, মস্কো ইচ্ছাকৃতভাবে ভারতীয় ব্যবসাগুলিকে নিশানা করছে। শিশু ও প্রবীণদের ওষুধ নষ্ট করে দিচ্ছে।”
ব্রিটেনের রাষ্ট্রদূত মার্টিন হ্যারিসও হামলার খবর নিশ্চিত করেছেন। তবে তাঁর দাবি, মিসাইল নয়, ড্রোন দিয়ে হামলা করা হয়েছে ভারতীয় ফার্মাসিউটিক্যাল কোম্পানির ওয়ারহাউসে।
This morning Russian drones completely destroyed a major pharmaceuticals warehouse in Kyiv, incinerating stocks of medicines needed by the elderly and children. Russia’s campaign of terror against Ukrainian civilians continues. pic.twitter.com/jlgUMPOzcz
— Martin Harris (@MartinHarrisOBE) April 12, 2025
প্রসঙ্গত, রাশিয়া ও ইউক্রেন গত মাসেই যুদ্ধবিরতিতে রাজি হয়েছিল। কিন্তু দুইপক্ষই একাধিকবার সেই চুক্তি ভাঙার অভিযোগ তুলেছে।





