Volodymyr Zelenskyy: যুদ্ধ পরিস্থিতিতে ইউক্রেনের ন্যাটোয় যোগে বাধা? জ়েলেনস্কি বললেন…
Volodymyr Zelenskyy on NATO Inclusion: যুদ্ধ পরিস্থিতিতে ন্যাটোয় যোগ দিতে পারবে না ইউক্রেন। জানিয়ে দিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জ়েলেনস্কি। এই ন্যাটোয় অন্তর্ভুক্তি নিয়েই প্রাথমিকভাবে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বেধেছিল।

কিয়েভ: ইউক্রেনের ন্যাটোর (NATO) অন্তর্ভুক্তি হওয়া নিয়ে প্রাথমিকভাবে বেধেছিল বিরোধ। ন্যাটোতে অন্তর্ভুক্তি হওয়ার সিদ্ধান্ত ভাল চোখে নেননি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বার কয়েকবার যুদ্ধের হুঁশিয়ারি দেওয়ার পর গত বছর ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযানের নির্দেশ দেন পুতিন। সেই যুদ্ধে এখনও ইতি পড়েনি। এবার যেই ন্যাটো অন্তর্ভুক্তি নিয়ে এই যুদ্ধ সেই কারণ নিয়েই এখন আর আশাবাদী নন ইউক্রেনের প্রেসিডেন্ট জ়েলেনস্কি। বৃহস্পতিবার তিনি বলেন, যুদ্ধকালীন পরিস্থিতিতে ন্যাটোতে নাম লেখাতে পারবে না ইউক্রেন।
বৃহস্পতিবার নেদারল্যান্ডের প্রধানমন্ত্রী মার্ক রুট্টে ও বেলজিয়ামের প্রধানমন্ত্রী আলেকজাণ্ডার ডি ক্রুর সঙ্গে বৈঠক করেন জ়েলেনস্কি। এই বৈঠকের পর এক সাংবাদিক সম্মেলন থেকে তিনি বলেন, “আমরা বাস্তববাদী, আমরা জানি যুদ্ধের সময় আমরা ন্যাটোতে অন্তর্ভুক্ত হতে পারব না।” তিনি আরও বলেন, “তবে আমরা একটি স্পষ্ট বার্তা চাই যে আমরা যুদ্ধের পর ন্যাটোতে থাকব।” প্রসঙ্গত, দু’দিন আগেই ফের একবার রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ঝাঁঝ বেড়েছে। ক্রেমলিনের তরফে দাবি করা হয়, পুতিনকে খুন করার চেষ্টায় ইউক্রেনের তরফে দুটি ড্রোন হামলা চালানো হয়েছে। তবে রাশিয়ার তরফে দুটি ড্রোনই ধ্বংস করা হয়। এই ঘটনাকে কেন্দ্র করে ফের একবার ইউক্রেনের উপর হামলা শুরু করেছে রুশ বাহিনী। ক্রেমলিনে হামলার ঘটনার পরই ইউক্রেনে ২৪টি ড্রোন হামলা চালায় রাশিয়া। এর মধ্যে ১৮টি ড্রোনকে গুলি করে নামিয়েছে ইউক্রেনের সেনা।
এদিকে এই আবহেই রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনের পাল্টা অভিযানে সমর্থন কুড়োতে ফিনল্যান্ডে নর্ডিক দেশগুলির নেতাদের সঙ্গে দেখা করেন। এরপর নেদারল্যান্ডে আচমকা পৌঁছে গিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন। এরপরই তিনি জানান, যুদ্ধের আবহে ন্য়াটোতে যোগ দেওয়া যাবে না। তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, “সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল আমাদের সেনাদের যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল তা যত দ্রুত সম্ভব পূরণ করা। আমরা আশা করছি নেদারল্যান্ড ও আমাদের পার্টনাররা যত দ্রুত সম্ভব আমাদের সাহায্য করবে।” এদিকে ইতিমধ্যেই যুদ্ধ পরিস্থিতিতে ইউক্রেনকে ১.২ বিলিয়ন ডলার ইউরোর সামরিক সাহায্য় করেছে নেদারল্যান্ড।
