Russia-Ukraine Conflict : ন্যাটোর কাছে জবাব মেলেনি, এইবার মার্কিন সেনেটে সুর চড়াবেন জ়েলেনস্কি
Russia-Ukraine Conflict : দশম দিনে পড়ল ইউক্রেন রাশিয়ার যুদ্ধ। তবে দশমীতে যুদ্ধ বিসর্জনের কোনও ইঙ্গিত নেই রাশিয়ার তরফে। একের পর এক শহরে বোমা বর্ষণ করে চলেছে রুশ সেনা। এই পরিস্থিতিতে যুদ্ধ বিধ্বস্ত দেশের প্রেসিডেন্ট ভলোদিমির জ়েলেনস্কি শনিবার মার্কিন সেনেটে বক্তব্য় রাখবেন।

ওয়াশিংটন : দশম দিনে পড়ল ইউক্রেন রাশিয়ার যুদ্ধ। তবে দশমীতে যুদ্ধ বিসর্জনের কোনও ইঙ্গিত নেই রাশিয়ার তরফে। একের পর এক শহরে বোমা বর্ষণ করে চলেছে রুশ সেনা। বেলারুশ সীমান্তে যুদ্ধবিরতি নিয়ে একাধিক বৈঠকে বসেছে রাশিয়া এবং ইউক্রেনের প্রতিনিধি দল। কিন্তু যুদ্ধ শেষের কোনও আশ্বাস পাওয়া যায়নি। গতকালই ইউক্রেনের নিউক্লিয়ার প্ল্যান্ট জ়াপোরজিয়াতে হামলা চালিয়েছে রুশ বাহিনী। এটি ইউরোপের সর্ববৃহৎ নিউক্লিয়ার প্ল্যান্ট। তা দখল করেছে রুশ বাহিনী। এই নিয়ে বিশ্বের সকল দেশের মধ্যেই আশঙ্কা তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে যুদ্ধ বিধ্বস্ত দেশের প্রেসিডেন্ট ভলোদিমির জ়েলেনস্কি শনিবার মার্কিন সেনেটে বক্তব্য় রাখবেন। আমেরিকার পার্লামেন্টের সদস্য সূত্রে এই খবর পাওয়া গিয়েছে।
ইউক্রেনবাসীর অনুরোধে ওয়াশিংটনের সময় অনুযায়ী সকালে জ়ুমের মিটিংয়ে ভার্চুয়ালি সেনেটে বক্তব্য রাখবেন ইউক্রেনের প্রেসিডেন্ট জ়েলেনস্কি। দশম দিনেও রাশিয়ার তরফে যুদ্ধবিরতির আভাস না পাওয়া যাওয়ায় আমেরিকার প্রেসিডেন্ট বাইডেনকে রাশিয়ার বিরুদ্ধে আরও কঠোর হওয়ার আবেদন জানিয়েছেন আমেরিকার আইন প্রণয়নকারীরা। কঠোর পদক্ষেপ হিসেবে রাশিয়া থেকে তেল আমদানি বন্ধ করার কথা বলা হয়েছে। তবে হোয়াইট হাউসের তরফে এই প্রস্তাব এখনও পর্যন্ত বাতিল করা হয়েছে। হোয়াইট হাউসের তরফে আশঙ্কা করা হয়েছে যে এই প্রস্তাবের পথে হাঁটলে তেলের দাম আরও বেশি বৃদ্ধি পেতে পারে। ইতিমধ্যেই মুদ্রাস্ফীতির হার রেকর্ড ছুঁয়েছে। ফলে মার্কিন গ্রাহকদের ক্ষতি হতে পারে।
এদিকে রাশিয়ার প্রেসিডেন্টের উপর ক্ষোভে রিপাবলিকান সেনেটর লিন্ডসে গ্রাহাম ‘রাশিয়ার কোনও ব্যক্তিকে’ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে হত্যা করার জন্য বলেছেন। জ়েলেনস্কি নিজেই বোমা হামলা বন্ধ করার জন্য ন্যাটোকে জোড়ালভাবে ইউক্রেনের আকাশে নো-ফ্লাই জ়োন বলবৎ করার জন্য অনুরোধ করেছেন। তবে বাইডেন প্রশাসন এই অনুরোধ খারিজ করেছে। কারণ আশঙ্কা করা হয়েছে এই অনুরোধ মেনে নিলে রাশিয়া এবং পশ্চিমের দেশগুলির মধ্যে যুদ্ধ বেধে যেতে পারে। যদিও আমেরিকার আইন প্রণয়নকারীরা এইরকম জ়োন সৃষ্টি সমর্থন করেছেন।
আরও পড়ুন : Russia Announces Ceasefire: ইউক্রেনের প্রস্তাবে সাড়া, যুদ্ধবিরতির ঘোষণা রাশিয়ার





