Russia-Ukraine Conflict : ইউক্রেনের দুই অঞ্চলকে পুতিন ‘স্বাধীন’ ঘোষণা করায় দাবার আড়াই চাল বাইডেনের

Russia-Ukraine Conflict : সোমবারই ইউক্রেনের দুই অঞ্চল দোনেৎস্ক এবং লুহানস্ককে স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রাশিয়ার এই পদক্ষেপের পর গতকালই পূর্ব ইউক্রেনের বিদ্রোহী অঞ্চলগুলির বিরুদ্ধে আর্থিক নিষেধাজ্ঞা ঘোষণা করা হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের তরফে।

Russia-Ukraine Conflict : ইউক্রেনের দুই অঞ্চলকে পুতিন 'স্বাধীন' ঘোষণা করায় দাবার আড়াই চাল বাইডেনের
গ্রাফিক্স : টিভি৯ বাংলা
Follow Us:
| Edited By: | Updated on: Feb 22, 2022 | 5:14 PM

ওয়াশিংটন ডিসি : সোমবারই ইউক্রেনের দুই অঞ্চল দোনেৎস্ক এবং লুহানস্ককে স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। পুতিনের এই পদক্ষেপে ক্ষিপ্ত মার্কিন যুক্তরাষ্ট্র। রাশিয়ার এই পদক্ষেপের পর গতকালই পূর্ব ইউক্রেনের বিদ্রোহী অঞ্চলগুলির বিরুদ্ধে আর্থিক নিষেধাজ্ঞা ঘোষণা করা হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের তরফে। তারপর মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এই সংক্রান্ত একটি নির্দেশিকায় স্বাক্ষরও করেন। এই মার্কিন নিষেধাজ্ঞার জেরে ইউক্রেনের দোনেৎস্ক এবং লুহানস্ক অঞ্চলে এইবার থেকে কোনও মার্কিন ব্যক্তি বিনিয়োগ, বাণিজ্য এবং অর্থায়ন করতে পারবেন না। এই অঞ্চল দুটিতে কোনও মার্কিন নাগরিক ব্যবসা করলে সেই ব্যক্তিকে আমেরিকার তরফে নিষিদ্ধ করা হবে বলে জানানো হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের তরফে জানানো হয়েছে যে দরকার পড়লে জো বাইডেনের দেখানো পথে হাঁটতে প্রস্তুত পশ্চিমের বাকি দেশগুলিও। আমেরিকার পর ব্রিটেনও রাশিয়ার উপর আর্থিক নিষেধাজ্ঞা জারি করতে পারে বলে জানা গিয়েছে।

প্রসঙ্গত, রাষ্ট্র পরিচালিত একটি টেলিভিশনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন রাশিয়ানদের উদ্দেশে গতকাল প্রায় এক ঘণ্টা বক্তৃতা দেন। সেইসময় তিনি ইউক্রেনের দুই বিতর্কিত অঞ্চল দোনেৎস্ক এবং লুহানস্ককে স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা করেন। তারপরই তাঁকে এই দুই অঞ্চলের বিচ্ছিন্নতাবাদীর নেতাদের সঙ্গে চুক্তি স্বাক্ষর করতে দেখা যায়। এই দুই অঞ্চলে গত কয়েক বছর ধরেই রুশপন্থী বিচ্ছিন্নতাবাদীদের সন্ত্রাস জারি রয়েছে। সম্প্রতি বিচ্ছিন্নতাবাদী ও ইউক্রেনের সংঘর্ষে প্রাণও হারিয়েছেন দুই ইউক্রেন সেনা। তবে প্রশ্ন উঠছে, এই দুই অঞ্চলের পূর্বদিকে এই বিচ্ছিন্নতাবাদীদের দৌরাত্ম বেশি। তাহলে বিচ্ছিন্নতাবাদীদের দাবি মেলে গোটা দোনেৎস্ক এবং লুহানস্ককে স্বাধীন রাষ্ট্র হিসেবে কেন ঘোষণা করা হল। পশ্চিমী দেশগুলির সতর্কতা থাকা সত্ত্বেও রাশিয়ার এই পদক্ষেপ যুদ্ধের ইঙ্গিত ছাড়া আর কিছুই নয়।

মার্কিন প্রেসিডেন্ট প্রথম থেকেই সতর্ক করে আসছিলেন যে যেকোনও মুহূর্তে রাশিয়া ইউক্রেন দখল করতে পারে। ইউরোপে তৈরি হতে পারে যুদ্ধের পরিস্থিতি। সীমান্তে সেনা বাড়ানো নিয়ে বারবারই সরব হতে দেখা গিয়েছিল মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে। গতকাল রাশিয়ার এই পদক্ষেপের কটাক্ষ করেছেন মার্কিন যুক্তরাষ্ট্র সহ একাধিক দেশ। মার্কিন যুক্তরাষ্ট্রে সেক্রেটারি অফ স্টেট অ্যান্টনি ব্লিঙ্কন রাশিয়ার ইউক্রেনের দুই বিচ্ছিন্নতাবাদী এলাকাকে স্বাধীন রাষ্ট্রের ঘোষণাকে নিন্দা করে জানিয়েছেন যে পুতিনের এই পদক্ষেপে স্পষ্ট যে তিনি কোনও কূটনৈতিক আলোচনায় এই সংঘাতের সমাধানে প্রস্তুত নন।

আরও পড়ুন : Russia-Ukraine Conflict : ইউক্রেনে রয়েছে ২০ হাজার ভারতীয়, রুশ ‘দখলের’ পরই রক্তচাপ বাড়ছে নয়া দিল্লির