Donald Trump: নোবেল মেডেল ট্রাম্পের হাতে, কোন কাজে বাজিমাত করলেন আমেরিকার প্রেসিডেন্ট?

Donald Trump received a Nobel Peace Prize medal: যদিও আগেই নোবেল কমিটি জানিয়ে দিয়েছে, এভাবে নোবেল পুরস্কার হস্তান্তর করা যায় না। তবে হোয়াইট হাউসের তরফে জানানো হয়েছে, মেডেলটি নিজের কাছে রাখবেন বলে স্পষ্ট করে দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। সোশ্যাল মিডিয়ায় আমেরিকার প্রেসিডেন্ট লিখেছেন, "আমার কাজের জন্য মারিয়া ওঁর নোবেল শান্তি পুরস্কার আমাকে দিয়ে দিয়েছেন।"

Donald Trump: নোবেল মেডেল ট্রাম্পের হাতে, কোন কাজে বাজিমাত করলেন আমেরিকার প্রেসিডেন্ট?
নোবেল মেডেল হাতে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও মারিয়া কোরিনা মাচাদোImage Credit source: Social Media

Jan 16, 2026 | 9:38 AM

ওয়াশিংটন: তিনি আটটি যুদ্ধ থামিয়েছেন। তাই, নোবেল শান্তি পুরস্কার তাঁরই প্রাপ্য। নোবেল শান্তি পুরস্কার ঘোষণার আগেই দাবি করেছিলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু, তাঁর ভাগ্যে শিকে ছেঁড়েনি। নোবেল শান্তি পুরস্কার পান ভেনেজুয়েলার বিরোধী নেত্রী মারিয়া কোরিনা মাচাদো। বছর ঘুরতে না ঘুরতে সেই নোবেল শান্তি পুরস্কারের মেডেল এল ট্রাম্পেরই হাতে। কোন জাদুতে নোবেল শান্তি পুরস্কারের মেডেল নিজের হাতে পেলেন মার্কিন প্রেসিডেন্ট? কোনও জাদু নয়, ট্রাম্পের হাতে মেডেলটি তুলে দিলেন স্বয়ং মাচাদো। যিনি কিছুদিন আগেই বলেছিলেন, ট্রাম্প নোবেল শান্তি পুরস্কারের যোগ্য।

বৃহস্পতিবার হোয়াইট হাউসে গিয়ে ট্রাম্পের সঙ্গে দেখা করেন ভেনেজুয়েলার বিরোধী নেত্রী মাচাদো। সেখানেই নোবেল শান্তি পুরস্কারের মেডেল আমেরিকার প্রেসিডেন্টের হাতে তুলে দেন তিনি। হোয়াইট হাউসে তাঁরা ঘণ্টাখানেক বৈঠকও করেন। হোয়াইট হাউস থেকে বেরিয়ে মাচাদো বলেন, “আমেরিকার প্রেসিডেন্টের হাতে আমার মেডেল তুলে দিয়েছি।” তার কারণ ব্যাখ্যা করে ভেনেজুয়েলার বিরোধী নেত্রী বলেন, “আমাদের স্বাধীনতা ফেরানো নিয়ে প্রতিশ্রুতি রক্ষার স্বীকৃতি হিসেবে এই মেডেল তুলে দিয়েছি।”

যদিও আগেই নোবেল কমিটি জানিয়ে দিয়েছে, এভাবে নোবেল পুরস্কার হস্তান্তর করা যায় না। তবে হোয়াইট হাউসের তরফে জানানো হয়েছে, মেডেলটি নিজের কাছে রাখবেন বলে স্পষ্ট করে দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। সোশ্যাল মিডিয়ায় আমেরিকার প্রেসিডেন্ট লিখেছেন, “আমার কাজের জন্য মারিয়া ওঁর নোবেল শান্তি পুরস্কার আমাকে দিয়ে দিয়েছেন।” প্রসঙ্গত, কিছুদিন আগে নজিরবিহীনভাবে ভেনেজুয়েলায় অভ্যুত্থান চালান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রাতের অন্ধকারে সামরিক অভিযান চালিয়ে কার্যত অপহরণ করে আনা হয় সে দেশের প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো-কে। তাঁকে আমেরিকায় বন্দি রেখে তাঁর বিরুদ্ধে মাদক পাচারের মামলা চলছে। 

গতমাসে নরওয়ে যাওয়ার পর থেকে জনসমক্ষে দেখা যায়নি মাচাদোকে। সেখানে মাচাদোর হয়ে নোবেল শান্তি পুরস্কার গ্রহণ করেন তাঁর কন্যা। নরওয়ে যাওয়ার আগে ১১ মাস ভেনেজুয়েলায় আত্মগোপন করেছিলেন মাচাদো।