AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Donald Trump Talks About Tariff on India: ‘ভারতের সঙ্গে সম্পর্কে চিড় ধরেছে’, ৫০ শতাংশ শুল্কের ‘দোষ’ মানলেন ট্রাম্প!

India-US Relation: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, "দেখুন, ভারত ওদের (রাশিয়া) সবথেকে বড় গ্রাহক ছিল। আমি ভারতের উপরে ৫০ শতাংশ শুল্ক চাপিয়েছি কারণ ওরা রাশিয়ার কাছ থেকে তেল কিনছে। এটা সহজ কাজ ছিল না। কিন্তু আমি তা করেছি।"

Donald Trump Talks About Tariff on India: 'ভারতের সঙ্গে সম্পর্কে চিড় ধরেছে', ৫০ শতাংশ শুল্কের 'দোষ' মানলেন ট্রাম্প!
ট্রাম্প ও মোদী। ফাইল চিত্রImage Credit: PTI
| Updated on: Sep 13, 2025 | 7:19 AM
Share

ওয়াশিংটন: শুল্কের কাঁটায় ভারতের সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক হয়েছে তিক্ত। এ কথা নিজেই স্বীকার করে নিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। মানলেন যে রাশিয়ার থেকে তেল কেনার জন্য ভারতের উপরে তিনি যে ৫০ শতাংশ শুল্ক (Tariff) চাপিয়ে দিয়েছেন, তাতে দুই দেশের সম্পর্ক খারাপ হয়েছে। সম্পর্কে চিড় ধরেছে।

ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, “দেখুন, ভারত ওদের (রাশিয়া) সবথেকে বড় গ্রাহক ছিল। আমি ভারতের উপরে ৫০ শতাংশ শুল্ক চাপিয়েছি কারণ ওরা রাশিয়ার কাছ থেকে তেল কিনছে। এটা সহজ কাজ ছিল না। কিন্তু আমি তা করেছি। আমি অনেক করেছি। মনে রাখবেন, এটা আমাদের সমস্যার থেকেও বেশি ইউরোপের সমস্যা।”

একদিকে শুল্ক নিয়ে ট্রাম্প যখন ভারত-আমেরিকা সম্পর্ক অবনতি হওয়ার কথা বলছেন, সেখানেই বৃহস্পতিবার তাঁরই মনোনীত ভারতে আমেরিকার রাষ্ট্রদূত সার্গিও গোর বলেছেন যে ট্রাম্প প্রশাসন চায় ভারত রাশিয়ার থেকে তেল ও ক্রুড পণ্য না কিনে, তা আমেরিকার থেকে কিনুক। বাণিজ্য চুক্তি নিয়ে দুই দেশের আলোচনা হচ্ছে বলেও তিনি জানান।

প্রসঙ্গত, ভারতের উপরে শুল্ক ২৫ শতাংশ থেকে বাড়িয়ে দ্বিগুণ করে দেওয়ার সময় মার্কিন প্রেসিডেন্ট এই যুক্তিই দিয়েছিলেন যে ভারত রাশিয়ার থেকে তেল কিনছে। ভারত ট্রাম্পের এই সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ করেছে এবং এই সিদ্ধান্তকে অনৈতিক বলে উল্লেখ করেছে। সম্প্রতি চিন-রাশিয়া ভারতের দিকে বন্ধুত্বের হাত বাড়াতেই আবার সুর নরম করেছেন ট্রাম্প। বারবার উল্লেখ করেছেন বন্ধুত্ব ও দীর্ঘ সম্পর্কের কথা।

শুল্কের প্রসঙ্গ নিয়ে যেমন আলোচনা করেছেন, তেমনই ফের একবার ভারত-পাকিস্তানের মধ্যে যুদ্ধ থামানোর কৃতিত্বও দাবি করেছেন। ট্রাম্প বলেছেন, “আমি সাতটা যুদ্ধ থামিয়েছি। ভারত-পাকিস্তানের যুদ্ধ সহ একাধিক যুদ্ধ থামিয়েছি। বড় বড় যুদ্ধ, যা কখনওই সমাধান হচ্ছিল না যেমন কঙ্গো ও রোয়ান্ডার মধ্যে যুদ্ধ, আমি তা থামিয়েছি। ৩১ বছর ধরে এই যুদ্ধ চলছিল, লক্ষাধিক মানুষের মৃত্যু হয়েছে। আমি সেই যুদ্ধও সমাধান করেছি, যা কেউ করতে পারেনি।”