Donald Trump on Gaza: তলে তলে এই ফন্দি ছিল! গাজার দখল নেওয়ার ঘোষণা ট্রাম্পের, কী করবেন সেখানে?
Gaza Strip: ট্রাম্পের পাশে দাঁড়িয়ে ইজরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুও বলেন, "এমন কিছু হতে চলেছে যা ইতিহাস বদলে দেবে। ট্রাম্প গাজার জন্য অন্য এক ভবিষ্যতের পরিকল্পনা করেছেন।"

ওয়াশিংটন: আগেই সতর্ক করেছিলেন, ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্টের গদিতে বসতেই তড়িঘড়ি যুদ্ধ থামিয়েছে ইজরায়েল-হামাস। বন্দি প্রত্যার্পণও মিটেছে। যুদ্ধ থামানোর কৃতিত্ব নিজেকেই দিয়েছেন ট্রাম্প। এবার যুদ্ধ বিধ্বস্ত গাজা স্ট্রিপ নিয়ে বড় ঘোষণা তাঁর। বললেন, আমেরিকা গাজা স্ট্রিপের দখল নেবে।
প্যালেস্তাইনের ভূখণ্ড গাজা স্ট্রিপ। আগে হামাসের ঘাঁটি ছিল এই জায়গা। যুদ্ধ শুরুর পর থেকেই ইজরায়েল এই ভূখণ্ড দখলের লাগাতার চেষ্টা করে গিয়েছে। যুদ্ধের সবথেকে বেশি অভিঘাতও সয়েছে এই গাজা স্ট্রিপই। এবার যুদ্ধ থামতেই তা দখল করতে উদ্যত ট্রাম্প।
বুধবার ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে পাশে নিয়েই সাংবাদিক বৈঠক করে ডোনাল্ড ট্রাম্প বলেন, “আমরা গাজা স্ট্রিপের দখল নেব এবং এর সংস্কার-উন্নয়ন করব। দীর্ঘমেয়াদি পরিকল্পনা রয়েছে। গাজায় এখনও যে বোমা ও বিস্ফোরকগুলি রয়েছে, তা নিষ্ক্রিয় করা হবে। অর্থনৈতিক উন্নয়ন করা হবে, যা অগুনতি কর্মসংস্থান করবে এবং সেখানের বাসিন্দাদের মাথার উপরে ছাদ তৈরি করে দেবে।”
আমেরিকা গাজায় সেনা পাঠাবে কি না, এই প্রশ্নের উত্তরে ট্রাম্প বলেন, “যা প্রয়োজনীয়, আমরা তাই করব।”
ট্রাম্পের পাশে দাঁড়িয়ে ইজরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুও বলেন, “এমন কিছু হতে চলেছে যা ইতিহাস বদলে দেবে। ট্রাম্প গাজার জন্য অন্য এক ভবিষ্যতের পরিকল্পনা করেছেন। চিরাচরিত ধারণার বাইরে ভাবনা রয়েছে ডোনাল্ড ট্রাম্পের।”
কবে গাজার দখল নেবেন, সে বিষয়ে কিছু না জানালেও, মার্কিন প্রেসিডেন্টের এই ঘোষণায় তোলপাড় হতে চলেছে মধ্য প্রাচ্য, এই আশঙ্কা করা হচ্ছে এখন থেকেই। বিশেষ করে ইরান ট্রাম্পের এই পদক্ষেপকে ভাল চোখে দেখবে না, এমনটাই মত কূটনৈতিক বিশেষজ্ঞদের। সেক্ষেত্রে আমেরিকা-মধ্য প্রাচ্যের সম্পর্ক এক নয়া মোড় নিতে পারে।





