Donald Trump: ‘পূর্ণ শক্তিতে প্রত্যাঘাত…’, ইরানের বিরুদ্ধে ঘুঁটি সাজাচ্ছেন ট্রাম্প? সমাজমাধ্যমে বড় ইঙ্গিত

Israel Iran War: রবিবার ফের একবার ইরানকে সমঝে চলার বার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। নিজের সমাজমাধ্যমে তিনি আরও বলেন, 'ইজরায়েল-ইরান চাইলেই নিজেদের সংঘাতকে শেষ করে দিতে পারে। একটা চুক্তি স্বাক্ষরই গোটা পরিস্থিতি ঠান্ডা করে দিতে পারে।'

Donald Trump: পূর্ণ শক্তিতে প্রত্যাঘাত..., ইরানের বিরুদ্ধে ঘুঁটি সাজাচ্ছেন ট্রাম্প? সমাজমাধ্যমে বড় ইঙ্গিত
Image Credit source: Getty Image

|

Jun 15, 2025 | 3:22 PM

ওয়াশিংটন: ‘আমাদের উপর যে কোনও প্রকার হামলার বিরুদ্ধে আমরা পূর্ণ শক্তিতে প্রত্যাঘাত করব’, রবিবার স্পষ্ট ভাষায় ইরানকে হুঁশিয়ারি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। এই নিয়ে দ্বিতীয়বার ইরানকে সমঝে চলার বার্তা দিলেন তিনি।

ইজরায়েল-ইরান সম্মুখ সমরে নামতেই গোটা সংঘাত থেকে নিজেদের দায় ঝেড়ে ফেলার চেষ্টা চালিয়েছে আমেরিকা। তাদের বিদেশসচিব মার্কো রুবিয়ো সাফ জানিয়েছিলেন, এই হামলার সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের কোনও সম্পর্ক নেই। তবে ট্রাম্প কিন্তু যেমন দায় ঝেড়েছেন, তেমন হুঁশিয়ারিও দিয়েছেন।

রবিবার ফের একবার ইরানকে সমঝে চলার বার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। নিজের সমাজমাধ্যমে তিনি আরও বলেন, ‘ইজরায়েল-ইরান চাইলেই নিজেদের সংঘাতকে শেষ করে দিতে পারে। একটা চুক্তি স্বাক্ষরই গোটা পরিস্থিতি ঠান্ডা করে দিতে পারে।’ তবে ট্রাম্প এমন দাবি করলেও, তেহরান যে পারমাণবিক চুক্তিতে রাজি নয়, তা যেনতেনপ্রকারেণ বুঝিয়ে দিচ্ছে। রবিবারই এই চুক্তি স্বাক্ষরের জন্য ছিল ষষ্ঠ দফার বৈঠক যা বাতিল করেছে তেহরান।

এই পারমাণবিক চুক্তি নিয়েও সংঘাত আবহে ইরানকে হুঁশিয়ারি দিয়েছেন ট্রাম্প। শনিবার নিজের সমাজমাধ্যমে তিনি লিখেছেন, ‘এখনও সময় রয়েছে। পরবর্তী আক্রমণগুলি আরও নৃশংস হবে। সব শেষ হয়ে যাওয়ার আগে পারমাণবিক চুক্তিতে স্বাক্ষর করে ফেলুন। নইলে পরের ইজরায়েলি হামলায় আর কিছুই অবশিষ্ট থাকবে না।’ শনিবার রাতে তেহরানের দু’টি সর্ববৃহৎ প্রাকৃতিক গ্যাস কেন্দ্রে হামলা চালায় ইজরায়েল। যার জেরে ভয়াবহ সঙ্কটে পড়েছে ইরান। গতরাতে এই ইরান ইজরায়েলের আয়রন ডোমকে প্রতিহত করে তেল আভিভের সেনা সদর দফতরে হামলা চালাতেই প্রত্যাঘাত করে বসে ইহুদি ভূম।