US aid to Ukraine: ইউক্রেনকে আরও ১০ কোটি ডলার সহায়তা, দেশেই বিরোধিতার মুখে বাইডেন প্রশাসন

US aid to Ukraine: ইউক্রেনে রুশ আগ্রাসন শুরুর পর থেকে কিয়েভকে ৪০০০ কোটি মার্কিন ডলারের বেশি সামরিক সহায়তা দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। যতদিন যুদ্ধ চলবে, কিয়েভকে সমর্থন করার প্রতিশ্রুতি দিয়েছে ওয়াশিংটন। কিন্তু, বর্তমানে কিয়েভকে সহায়তা করার বিরোধিতা করছেন কট্টরপন্থী রিপাবলিকান সাংসদরা। তাই এই সহায়তার ভবিষ্যত নিয়ে সন্দেহ তৈরি হয়েছে।

US aid to Ukraine: ইউক্রেনকে আরও ১০ কোটি ডলার সহায়তা, দেশেই বিরোধিতার মুখে বাইডেন প্রশাসন
জেলেনস্কির সঙ্গে মার্কিন প্রতিরক্ষা সচিব অস্টিনImage Credit source: AFP
Follow Us:
| Edited By: | Updated on: Nov 21, 2023 | 7:47 PM

কিয়েভ: পশ্চিম এশিয়ায় ইজরায়েল-হামাস যুদ্ধ শুরুর পর, গোটা বিশ্বের নজর রাশিয়া-ইউক্রেন যুদ্ধ থেকে ঘুরে গিয়েছে। এই অবস্থায়, মার্কিন সহায়তাও বন্ধ হয়ে যেতে পারে বলে উদ্বেগ প্রকাশ করেছিল কিয়েভ। কিন্তু সোমবার (২০ নভেম্বর), আচমকা কিয়েভ সফরে গিয়ে ইউক্রেনকে আরও মার্কিন সহায়তা প্রদানের প্রতিশ্রুতি দিলেন মার্কিন প্রতিরক্ষা সচিব লয়েড অস্টিন। ইউক্রেনে রুশ আগ্রাসন শুরুর পর থেকে কিয়েভকে ৪০০০ কোটি মার্কিন ডলারের বেশি সামরিক সহায়তা দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। যতদিন যুদ্ধ চলবে, কিয়েভকে সমর্থন করার প্রতিশ্রুতি দিয়েছে ওয়াশিংটন। কিন্তু, বর্তমানে কিয়েভকে সহায়তা করার বিরোধিতা করছেন কট্টরপন্থী রিপাবলিকান সাংসদরা। তাই এই সহায়তার ভবিষ্যত নিয়ে সন্দেহ তৈরি হয়েছে।

এদিন, কিয়েভের সেন্ট মাইকেল স্কোয়ারে এক সংবাদ সম্মেলন করে অস্টিন জানান, অতিরিক্ত গোলাবারুদ, বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, ইন্টারসেপ্টর এবং বেশ কিছু অ্যান্টি-ট্যাঙ্ক অস্ত্রশস্ত্র কেনার জন্য আমেরিকা কিয়েভকে আরও ১০ কোটি মার্কিন ডলারের আর্থিক সহায়তা দেবে। এই সহায়তার মধ্যে ৩০ লক্ষ ছোট মাপের অস্ত্রশস্ত্র গোলাবারুদ এবং হিমরাস (HIMARS) রকেট লঞ্চার রয়েছে। বোলোদমির জেলেনস্কির সঙ্গে দেখা করে অস্টিন আশ্বাস দেন, মার্কিন সমর্থন বন্ধ হবে না। অস্টিন বলেন, “মার্কিন যুক্তরাষ্ট্র আপনার সঙ্গে আছে। আজ আমি আপনাকে এই বার্তাই দিতে এসেছি মিস্টার প্রেসিডেন্ট। আমরা দীর্ঘ পথ আপনার সঙ্গে থাকব। ইউক্রেনে যা ঘটছে, তা শুধু ইউক্রেনের জন্যই গুরুত্বপূর্ণ নয়, গোটা বিশ্বের জন্যও গুরুত্বপূর্ণ। আর মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য গুরুত্বপূর্ণ তো বটেই।”

ইউক্রেনের রাষ্ট্রপতি ভলোদিমির জেলেনস্কি, এই অতিরিক্ত সহায়তার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রকে ধন্যবাদ জানিয়েছেন। তিনি বলেছেন, এই অর্থে এখনই তাঁরা আরও কিছু কামান ও গোলাগুলি কিনবেন। জেলেনস্কি বলেন, “অস্টিনের সফর ইউক্রেনের জন্য এক গুরুত্বপূর্ণ সংকেত। এই সমর্থনের জন্য আমি মার্কিন কংগ্রেসের পাশাপাশি মার্কিন জনগণকেও ধন্যবাদ জানাচ্ছি। আমরা আপনাদের সমর্থনের উপরই নির্ভর করছি।”

তবে, ইউক্রেনকে এইভাবে অর্থ সহায়তা করার বিষয়ে আপত্তি জানিয়েছেন, একাংশের রিপাবলিকান সাংসদরা। তাঁরা এই সাহায্যের বিরোধী। গত সপ্তাহে মার্কিন সরকারের শাটডাউন এড়াতে মার্কিন কংগ্রেস যে অস্থায়ী চুক্তির করেছে, তাতেও ইউক্রেনের জন্য নতুন সমর্থনের কথা ছিল না। তা সত্ত্বেও, মার্কিন প্রতিরক্ষা দফতরের কর্রা মনে করছেন, কংগ্রেসের পক্ষ থেকে ইউক্রেনকে সমর্থন প্রদান বন্ধ করা হবে না। তবে, যুদ্ধ শুরুর সময়ে যে বিপুল পরিমাণ সাহয্য দিচ্ছিল আমেরিকা, তা এখন আর দেখা যাচ্ছে না। যত দিন যাচ্ছে, ততই ছোট হচ্ছে মার্কিন সহায়তার পরিমাণ।