
হানোই: শুক্রবার দুপুরে আবার বিপত্তির মুখে বোয়িং ৭৮৭। সাম্প্রতিককালে আহমেদাবাদে ঘটা বিমান দুর্ঘটনার পর থেকে প্রশ্নের মুখে পড়েছে বোয়িং কোম্পানি। কারণ, সেই দিনও দুর্ঘটনার মুখে পড়ে বিমানটি ছিল তাদের ৭৮৭ সিরিজেরই। এবার আহমেদাবাদ পেরিয়ে সরাসরি ভিয়েতনামে বিপদের মুখে বোয়িং ৭৮৭। তবে তার ভয়বহতা আগের মতো নয়।
শুক্রবার দুপুরে ভিয়েতনামের হানোই বিমানবন্দর থেকে উড়ান দিয়ে হোচিমিন শহরে যাওয়ার কথা ছিল এই বোয়িং বিমানটির। উড়ান নেওয়ার জন্য যথারীতি সময় মতোই রানওয়েতে পৌঁছে যায় বিমানটি। সেই সময়ই ঘটে যায় বিপত্তি। যার ভিডিয়ো ঝড় তুলেছে সমাজমাধ্যমে।
সেই ভিডিয়োয় দেখা যায়, রানওয়েতে উড়ান নেওয়ার জন্য তৈরি হওয়ার সময় বোয়িং ৭৮৭ বিমানের লেজটি, সেই রানওয়েতে থাকা অন্য একটি এয়ারবাস বিমানের ডানায় ধাক্কা খায়। যার জেরে ভেঙে পড়ে বোয়িং বিমানের লেজের একাংশ। তৎক্ষণাৎ বাতিল হয় যাত্রা। ভোগান্তির মুখে পড়েন যাত্রীরা। তড়িঘড়ি ছুটে যায় বিমানবন্দর কর্তৃপক্ষ।
বিমানবন্দর সূত্রে জানা গিয়েছে, এই ঘটনার পর সেই দুই বিমানের পরিচালনার দায়িত্বে থাকা চার পাইলটকে ঘটনাস্থলে সাসপেন্ড করা হয়েছে। পাশাপাশি, প্রাথমিক তদন্তে উঠে এসেছে, এয়ারবাসটি ঠিক মতো পার্কিং না করার কারণেই এই বিপত্তি।
🚨 ہنوئی، ویتنام میں دو بوئنگ ٹکرا گئے۔ تحقیقات جاری۔ کوئی جانی نقصان نہیں ہوا۔ 🐃😱🐃pic.twitter.com/YJA7v1ZdBs
— KattaNews5 (@KattaNews5) June 29, 2025