
ওয়াশিংটন: মৃত্যুর পর ঠিক কী হয়? এই উত্তর মানুষের কাছে আজও অধরা। মানুষের আত্মা কোথায় যায়? কী রয়েছে সেই না-ফেরার দেশে? এই প্রশ্নগুলোর উত্তর দিতে পারেনি কেউই। দিতে পারেনি বিজ্ঞানীরাও। তবে সেই উত্তর দিয়েছিলেন একজন।
তাঁর নাম ব্রায়ানা ল্যাফার্টি। তিনি আমেরিকার কলোরাডোর বাসিন্দা। বছর কতক আগে এক বিরল রোগে আক্রান্ত হয়ে ৮ মিনিটের জন্য মৃত্যু হয়েছিল তার। এই বিরল রোগের নাম মিক্লোনাস ডিস্টোনিয়া। অনেকদিন ধরেই এই রোগে ভুগছিলেন তিনি। কিন্তু হঠাৎ করেই একদিন ভোগান্তির চূড়ান্ত পর্যায় পৌঁছে যেতেই শরীর ছেড়ে দেয় তার। এরপরই মৃত্যু। এমনকি সেই সময় ডাক্তাররাও তাকে মৃত ঘোষণা করেছিল। কিন্তু চিকিৎসকদের দাবি নস্যাৎ করে ৮ মিনিটের মাথায় প্রাণ ফিরে আসে ব্রায়ানার।
তারপরই এক মার্কিন সংবাদমাধ্যমকে নিজের সেই ৮ মিনিটের অভিজ্ঞতা বলেন ব্রায়ানা। আট মিনিটে তাকে কেন্দ্র করে কী কী হয়েছিল, সবটাই দেখতে পেয়েছিলেন তিনি। এমনকি দেখতে পেয়েছিলেন নিজের শরীরকেও। সেই মার্কিন সংবাদমাধ্যমকে ব্রায়ানা জানিয়েছিলেন, ‘আমার শরীরে কোনও ব্যথা ছিল না। আমি নিজেকে ভাসতে দেখছিলাম। আর ঠিক যেখানে ভাসছিলাম, তার নীচেই পড়েছিল আমার নিথর দেহ।’
তিনি আরও বলেন, ‘সবটাই যেন একটা পলকে চলে গেল। যেন সময় বলে ওই দুনিয়ায় কিছুই নেই। সবটাই আমার কাছে নতুন একটা অভিজ্ঞতা। যা আর কোনও দিন সকলের সামনে বর্ণনা করতে পারব কিনা তা নিয়ে সন্দেহ রয়েছে। এমনকি, ওই দুনিয়ায় কারা যেন দাঁড়িয়েছিল, সেটা স্পষ্ট দেখতে পারছিলাম। কিন্তু তারা আদৌ মানুষ কিনা, তা নিয়ে শঙ্কা রয়েছে।’