
পাকিস্তানের একাধিক ড্রোন, মিসাইল ধ্বংস করেছে ভারতের ডিফেন্স সিস্টেম। এর মধ্যেই পাকিস্তানের একটি AWACS (Airborne Warning and Control System) কে ধ্বংস করে ভারতীয় বায়ুসেনা। যদিও সরকারি ভাবে এই বিষয়ে এখনও কিছু জানানো হয়নি। তবে অনেকের মনেই প্রশ্ন উঠছে AWACS (Airborne Warning and Control System) আসলে কী, কীভাবেই বা কাজ হয়?
What Is AWACS Aircraft: AWACS আসলে কী
AWACS আধুনিক একটি বিমান। বিশেষ রাডার লাগানো থাকে এতে। যা মাটিতে লাগানো রাডারের থেকে অনেক বেশি অ্যাক্টিভ। অনেক দূরে বিপদকেও সহজে চিহ্নিত করতে পারে। আকাশে এই বিমান চক্কর খেতে খেতেই বাইরের শত্রুকে সহজেই চিনিয়ে দিতে পারে। সামরিক বিশ্লেষকদের কথা অনুযায়ী, ভারতে লাগানো রাডারের সীমিত দূরত্ব পর্যন্তই কাজ করতে পারে। কিন্তু যেহেতু AWACS আকাশে চক্কর খায়, সেই কারণে ধেয়ে আসা শত্রুর বিমান, মিসাইলকে সহজেই ধরে ফেলার ক্ষমতা রয়েছে প্রযুক্তি নির্ভর এই বিমানের। এই বিমানগুলি বিমান অভিযান নিয়ন্ত্রণেও সাহায্য করে এবং সেনাবাহিনীর জন্য খুবই গুরুত্বপূর্ণ।
What Is AWACS Aircraft: পাকিস্তানের কাছে কতগুলি AWACS আছে?
পাকিস্তানের কাছে মোট ৯টি AWACS বিমান আছে। ২০০৬ সালে, পাকিস্তান সুইডেন থেকে চারটি Saab-2000 Ariane বিমান কিনেছিল। এরপর ২০০৮ সালে চিন থেকে চারটি ZDK-03 AWACS বিমান নেয়। যদিও ২০২৪ সালেই সেই বিমানগুলির অবসর নেয়! এরপর পাকিস্তান ২০১৭ এবং ২০২০ সালে আরও তিনটি আরিয়ান বিমান কেনে। যেহেতু চিনের ZDK-03 বিমান আর পরিষেবায় নেই, তাই ভারত যদি কোনও AWACS ধ্বংস করে তবে তা Saab-2000 Ariane বিমান হতে পারে বলে দাবি সামরিক বিশ্লেষকদের।