
ঢাকা: সকাল ১১টায় ৪০ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সপরিবারে নামলেন তারেক। ১৭ বছর পর ‘ঘর ওয়াপসি’, তাই আবেগের বশেই খালি পায়ে হাঁটলেন। ছুঁয়ে দেখলেন নিজের দেশের মাটি। এদিন তারেকের সঙ্গে ‘সাত সমুদ্র’ পেরিয়ে বাংলাদেশে এসেছে তাঁর প্রিয় বিড়ালটিও। নাম জেবু।
তারেকের দল অর্থাৎ বিএনপি-র ফেসবুক হ্য়ান্ডেলেও পোস্ট করা হয়েছে সেই বিড়ালের ছবি। ক্যাপশনে লেখা ‘দেশে ফিরছে জেবু’। বৃহস্পতিবার লন্ডন থেকে বিমানে সওয়ার হয়ে ঢাকায় নিয়ে আসা হয়েছে এই বিড়ালটিকে। তবে তারেকের কাছে ‘জেবু’ সন্তান-সম। বিবিসি বাংলাকে লন্ডনে থাকাকালীন তারেক জানিয়েছিলেন, ‘জেবু আমার মেয়ের। তবে এখন ও সবারই হয়ে গিয়েছে। আমরা সবাই ওকে আদর করেই এই নামে ডাকি।’
এই ‘জেবু’ আসলে একটি সাইবেরিয়ান বিড়াল। বিএনপি-র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মেয়ে জায়মা রহমান এই বিড়ালটি এনেছিলেন। তারপর থেকেই লন্ডনের বাড়ির অন্যতম সদস্য হয়ে গিয়েছে এই বিড়ালটি। বৃহস্পতিবার সেই সূত্র ধরেই ‘জেবুকে’ ঢাকায় নিয়ে এসেছেন খালেদা-পুত্র। এর আগেও ‘জেবু’র ছবি নানা সময় সমাজমাধ্যমে ভাইরাল হতে দেখা গিয়েছে। নিজের ফেসবুক হ্যান্ডেলেই সেই ছবি পোস্ট করেছিলেন তারেক রহমান। তাতে দেখা গিয়েছিল, বিএনপি-র প্রধানের ফোনের দিকে তাকিয়ে জেবু।
প্রসঙ্গত, এদিন বিমানবন্দরে সপরিবারে তারেক রহমানকে স্বাগত জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা। নিজের জামাইকে বিমানবন্দরেই ‘বরণ’ করেছেন জোবাইদা রহমানের মা। তারপরই বিমানবন্দর থেকে খালি পায়ে হেঁটে বেরিয়ে পড়েন তারেক। নিচু হয়ে ঝুঁকে নিজের দেশের মাটি স্পর্শ করেন। তারপর সেখান থেকে বাসে উঠে রওনা দেন ঢাকার সংবর্ধনা সভার দিকে। এই গোটা পর্বে তারেককে ঘিরে থাকেন নিরাপত্তা রক্ষীরা। এমনকি, তারেক যখন বাসে উঠছেন, সেই সময় তাঁকে কর্মী-সমর্থকদের উৎসাহ একেবারে চরমে।