হোয়াটসঅ্যাপ আসার আগে মেসেজ করার একমাত্র উপায় ছিল এসএমএস। শর্ট মেসেজ সিস্টেমের মাধ্যমেই প্রিয়জনকে মনের কথা জানিয়েছেন অনেকে। তবে, কখনও কি ভেবে দেখেছেন যে কীভাবে শুরু হয়েছিল এই এসএমএস?
আপনি কি জানেন বিশ্বের প্রথম টেক্সট মেসেজ কী ছিল? ১৯৯২ সালের ঘটনা। ওই বছরের ৩ ডিসেম্বর প্রথম এসএমএস-টি লেখা হয়েছিল। ৩১ বছর আগে ওই দিন লেখা হয়েছিল, ‘মেরি ক্রিসমাস’।
১৯৯২ সালে লেখা হয়েছিল সেই মেসেজ। ১৫ অক্ষরের এই বার্তাটি ভোডাফোনের নেটওয়ার্কের মাধ্যমে নীল পাপওয়ার্থ লিখেছিলেন। ভোডাফোনের কর্মী রিচার্ড জার্ভিস সেই মেসেজ পেয়েছিলেন।
সেই সময় ২২ বছর বয়সী ব্রিটিশ প্রোগ্রামার নীল পাপওয়ার্থ কম্পিউটার থেকে প্রথম শর্ট মেসেজ সার্ভিস (এসএমএস) পাঠান এবং তারপরে এই মেসেজিং শুরু হয়।
পরে পাপওয়ার্থ বলেছিলেন, ‘১৯৯২ সালে, আমার ধারণা ছিল না যে টেক্সটিং এত জনপ্রিয় হয়ে উঠবে, এত অ্য়াপ তৈরি হবে।’ ব্রিটিশ টেলিকম কোম্পানি ভোডাফোন গত বছর এনএফটি হিসেবে এসএমএসটি নিলামে তুলেছিল।
ঐতিহাসিক লেখাটি একটি NFT হিসেবে পুনর্নির্মিত করা হয়েছিল, যা আদতে একটি ডিজিটাল রশিদ। প্যারিসের আগুটেস নিলাম ঘর আইকনিক টেক্সটটি নিলামে তোলে।