Trump Tariffs on India: ভারতের উপর ‘রুশ-জরিমানা’, চিনকে রেহাই! ট্রাম্পের সমীকরণে সাফাই রুবিয়োর

Trump Tariffs on India: তবে তা নিয়ে নাকি উদ্বেগ প্রকাশ করে ইউরোপ। সেই কারণেই আপাতত ভারতের ক্ষেত্রে ৫০ শতাংশ শুল্ক ও চিনের ক্ষেত্রে ৩০ শতাংশ শুল্কে তা সীমাবদ্ধ রয়েছে।

Trump Tariffs on India: ভারতের উপর রুশ-জরিমানা, চিনকে রেহাই! ট্রাম্পের সমীকরণে সাফাই রুবিয়োর
মার্কো রুবিও ও ডোনাল্ড ট্রাম্পImage Credit source: PTI

|

Aug 18, 2025 | 6:20 PM

নয়াদিল্লি: ভারতের উপর চাপানো হয়েছে ‘রুশ-জরিমানা’, চাপিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। এই জরিমানার নেপথ্যে তারা যুক্তি দিয়েছিলে, ভারত যেহেতু তেল কিনে ইউক্রেন যুদ্ধের জন্য রাশিয়াকে অর্থ জোগাচ্ছে, তাই এই শুল্ক বাড়তি ২৫ শতাংশ চাপানোর সিদ্ধান্ত নিয়েছে ওয়াশিংটন। কিন্তু তেল কি শুধু একা ভারতই কিনছে?

এই প্রশ্ন উঠেছিল। রুশ তেলে চিনও পুষ্টও সেই তথ্য প্রকাশ্যে এসেছিল। তারপরেও তাদের ‘ছাড়’ দিয়ে রেখেছেন ট্রাম্প। কিন্তু কেন? রবিবার সেই উত্তরটাই দিলেন মার্কিন বিদেশসচিব মার্কো রুবিয়ো। হিসাব কষেই ভারতের বিরুদ্ধে এই পদক্ষেপ নেওয়া হয়েছে, বলে যুক্তি দেন তিনি।

রবিবার আমেরিকান সংবাদমাধ্যম ফক্স বিজ়নেসকে দেওয়া একটি সাক্ষাৎকারে রুবিয়ো বলেন, “রাশিয়ার থেকে যে তেল চিনে যাচ্ছে, তা পরিশোধনের পর অধিকাংশ ইউরোপের বাজারে বিক্রি হয়ে থাকে। ইউরোপ প্রাকৃতিক গ্যাসও কিনছে। অনেক দেশ বিষয়টি থেকে নিজেকে সরিয়ে নেওয়ার চেষ্টা করছে। কিন্তু ইউরোপের এক্ষেত্রে কিছু করার রয়েছে।”

তাঁর সংযোজন, “ইউরোপের বাজারে যেহেতু চিন তেল পাঠাচ্ছে, সেহেতু বাড়তি শুল্ক চাপালে তার প্রভাব ওখানে পড়বে। জ্বালানির দাম হুহু করে বাড়বে। ফলে চিনের শুল্কের জন্য ভুগতে হবে ইউরোপের অনেক দেশকে।” তবে রুশ তেলের বিকল্প যে মার্কিন যুক্তরাষ্ট্র খুঁজছে সেই কথাটাও স্পষ্ট করেছেন রুবিয়ো।

এরপরেই চিন এবং ভারতের উপর ১০০ শতাংশ শুল্ক চাপানোর প্রস্তাব সেনেটে পেশ করা হয়েছিল বলে জানান তিনি। তবে তা নিয়ে নাকি উদ্বেগ প্রকাশ করে ইউরোপ। সেই কারণেই আপাতত ভারতের ক্ষেত্রে ৫০ শতাংশ শুল্ক ও চিনের ক্ষেত্রে ৩০ শতাংশ শুল্কে তা সীমাবদ্ধ রয়েছে।

উল্লেখ্য, চলতি মাসের শুরুতেই দু’দফায় ভারতে ২৫ শতাংশ করে মোট ৫০ শতাংশ শুল্ক চাপিয়েছে আমেরিকা। যা কার্যকর হবে আগামী ২৭ অগস্ট থেকে। তার আগে নয়াদিল্লিতে একটি মার্কিন বাণিজ্য প্রতিনিধি দলেরও আসার কথা ছিল, কিন্তু আপাতত তাও বাতিল হয়েছে।