Olympic Medal: পড়ছে মরচে, উঠছে রঙ! অলিম্পিকের মেডেলও ছাপ ফেলল ‘কেলেঙ্কারি’?

Avra Chattopadhyay |

Jan 18, 2025 | 7:21 PM

Olympic Medal: অলিম্পিকের কয়েকদিন পর থেকেই নাকি পদকের বেহাল দশা। রঙ উঠছে। মরচে পড়ছে, কালো ছোপ পড়ছে। ব্রোঞ্জ মেডেলের অবস্থা সবচেয়ে খারাপ।

Olympic Medal: পড়ছে মরচে, উঠছে রঙ! অলিম্পিকের মেডেলও ছাপ ফেলল কেলেঙ্কারি?
অলিম্পিক মেডেল
Image Credit source: Steve Russell/Toronto Star via Getty Images

Follow Us

প্যারিস: এটা কি মেডেল কেলেঙ্কারি? নাকি অলিম্পিকে চুরিচামারি? দুটোই হয়তো ঠিক। দুটোই হয়তো সত্যি। অলিম্পিক শেষ হওয়ার মাত্র কয়েকমাসের মধ্যেই বড় অস্বস্তির মুখে প্যারিস অলিম্পিক কমিটি। পদক ফেরত পাঠিয়ে দিচ্ছেন খেলোয়াড়রা। একজন কিংবা দু’জন নয়, পাঠাচ্ছেন শ’য়ে শ’য়ে। অনেকে আবার সোশ্যাল মিডিয়ায় মেডেলের ছবি দিয়ে ক্ষোভ উগরে দিচ্ছেন।

কারণ, অলিম্পিকের কয়েকদিন পর থেকেই নাকি পদকের বেহাল দশা। রঙ উঠছে। মরচে পড়ছে, কালো ছোপ পড়ছে। ব্রোঞ্জ মেডেলের অবস্থা সবচেয়ে খারাপ। সোনা ও রূপোর মেডেলগুলোর অবস্থাও ভাল নয়। তাই, অলিম্পিক কমিটির কাছে পদক ফেরত পাঠানো শুরু করেছেন পদকজয়ীরা।

ফরাসি সংবাদমাধ্যমের দাবি, এখনও পর্যন্ত ১০৭ জনের পদক ফেরত এসেছে। এর মধ্যে কয়েকটার দশা খুবই খারাপ। ভারতের শ্যুটার মনু ভাকের এবার অলিম্পিকে জোড়া পদক পেয়েছেন। তিনি মেডেল ফেরত পাঠিয়েছেন। ভারতের আরও দুই পদকজয়ী মেডেল ফেরত দেওয়ার কথা জানিয়েছেন। অস্বস্তিতে পড়ে অলিম্পিকের আয়োজকরা আশ্বাস দেওয়ার চেষ্টা করছেন। মানে, এমন ঘটনা ঘটলেই পদক বদলে নতুন পদক দেওয়া হবে। গত মাস থেকে নতুন পদক দেওয়া শুরুও হয়ে গেছে।

তবে, ফ্রান্সের মিডিয়ার একটা অংশ বলেই দিচ্ছে, এটা কেলেঙ্কারি। পদক কেলেঙ্কারি। যার দায় আন্তর্জাতিক অলিম্পিক কমিটির। অলিম্পিক মেডেল নিয়ে এই অভিযোগ কোনওদিন ওঠেনি। বরং বহু বছর পরও পদকের ঔজ্জ্বল্য এতটুকুও কমে না। এটাই অলিম্পিক পদকের ট্র্যাডিশন। অলিম্পিক মেডেল তৈরির নির্দিষ্ট গাইডলাইন রয়েছে। আয়োজক দেশ নিজেদের ইচ্ছেমত পদকের ডিজাইন করতে পারে। কিন্তু সেটা করতে হবে অলিম্পিক সংস্থার গাইড লাইন মেনেই।

নিয়ম হল, আয়োজক দেশ অলিম্পিক সংস্থার কাছে ৩ ধরণের পদকের রেপ্লিকা জমা দেবে। সেখান থেকে একটা ডিজাইন চূড়ান্ত করবে প্রাক্তন খেলোয়াড়দের নিয়ে তৈরি কমিটি। পদকের গুণমান খতিয়ে দেখাটা আন্তর্জাতিক অলিম্পিক কমিটিরই দায়িত্ব। প্যারিস অলিম্পিকের মেডেল তৈরির দায়িত্বে ছিল মোনে দে প্যারিস নামে এক সংস্থা। ডিজাইন করেছিল বিশ্ববিখ্যাত জুয়েলারি ব্র্যান্ড চ্যামেট। তারা কি নিয়ম মেনে মেডেল তৈরি করেনি? এই বারের মেডেলে মেশানো হয়েছিল, আইফেল টাওয়ারের ইম্পাতের অংশ। সেকারণেই কি কোনও সমস্যা হল? প্রশ্ন উঠছে একাধিক।

তবে দুনিয়ার তাবড় ইঞ্জিনিয়াররা সেটা মানছেন না। তাঁদের বক্তব্য, সেটা হলে সব পদকে একই সমস্যা হত। কিন্তু এখানে বিভিন্ন পদকে বিভিন্ন সমস্যা দেখা যাচ্ছে। তা হলে? প্যারিসের এক নামকরা ইঞ্জিনিয়ারিং সংস্থার দাবি, ‘মেডেলে নিম্নমানের সামগ্রী ব্যবহার করার জন্যই হয়তো সমস্যা হচ্ছে। আমরা একটিই মেডেল পরীক্ষার সুযোগ পেয়েছি। এর ভিত্তিতে আমাদের এমনই ধারণা।’

Next Article