Forging medical certificate: অসুস্থতা দেখিয়ে অফিস থেকে ৯ দিন ছুটি, যুবতীকে দিতে হল বড় খেসারত
Forging medical certificate: মেডিক্যাল শংসাপত্রের কিউআর কোড দেখে সন্দেহ হয় সংস্থার এইচআর প্রধানের। তিনি সুকে প্রকৃত শংসাপত্র জমা দিতে বলেন। পেশায় সফটওয়্যার ডেভেলপার সু তখন একটি নতুন ওয়েবসাইট তৈরি করেন। এবং নতুন কিউআর কোড বানান। তারপর ফোটোশপ ব্যবহার করে নতুন ভুয়ো শংসাপত্র তৈরি করেন।
সিঙ্গাপুর: অফিস থেকে বেশ কয়েকদিন ছুটি নিতে চেয়েছিলেন। কিন্তু, কীভাবে নেবেন? ভাবতে ভাবতেই উপায় বার করেছিলেন। সঙ্গে সঙ্গে অফিসে জানিয়ে দেন, গুরুতর অসুস্থ তিনি। হাসপাতালে ভর্তি হয়েছেন। ৯ দিন পর অফিসে গিয়ে হাসপাতালে ভর্তির শংসাপত্র জমা দিলেন ওই যুবতী। কিন্তু, শেষরক্ষা হল না। ভুয়ো শংসাপত্র জমা দেওয়ায় বড় খেসারত দিতে হল তাঁকে। ৩ লক্ষ ২০ হাজার টাকা জরিমানা হল তাঁর। ঘটনাটি ঘটেছে সিঙ্গাপুরে।
সিঙ্গাপুরের একটি সংস্থায় কাজ করতেন চিনা নাগরিক সু কুইন। অফিস থেকে কয়েকদিন ছুটি নিতে চেয়েছিলেন। মায়ের স্বাস্থ্য নিয়েও চিন্তিত ছিলেন তিনি। টানা ছুটি নিলে তাঁর প্রতি কোম্পানির যাতে তাঁর প্রতি খারাপ ধারণা না তৈরি হয়, সেজন্য অন্য ফন্দি আঁটেন সু। একটি পুরনো শংসাপত্রকে ফোটোশপ ব্যবহার করে নতুন মেডিক্যাল সার্টিফিকেট তৈরি করেন তিনি।
চলতি বছরের ২৩ মার্চ থেকে ছুটি নেন সু। ১ এপ্রিল ওই জাল শংসাপত্র তৈরি করেন। তিনি সেন্ট লিউক হাসপাতালের সামনে বাস করতেন। পুরনো শংসাপত্রে হাসপাতালের জায়গায় সেন্ট লিউকের নাম লেখেন। শংসাপত্রে থাকা কিউআর কোডটি ব্লার করে দেন তিনি। তার জেরেই ধরা পড়ে যান সু।
এই খবরটিও পড়ুন
গত ৪ এপ্রিল ওই সংস্থা থেকে ইস্তফা দেন সু। ইস্তফা দেওয়ার আগে ওই ভুয়ো শংসাপত্র জমা দেন। সমস্ত প্রক্রিয়া খতিয়ে দেখার সময় ওই শংসাপত্রের কিউআর কোড দেখে সন্দেহ হয় সংস্থার এইচআর প্রধানের। তিনি সুকে প্রকৃত শংসাপত্র জমা দিতে বলেন। পেশায় সফটওয়্যার ডেভেলপার সু তখন একটি নতুন ওয়েবসাইট তৈরি করেন। এবং নতুন কিউআর কোড বানান। তারপর ফোটোশপ ব্যবহার করে নতুন ভুয়ো শংসাপত্র তৈরি করেন। গত ৮ এপ্রিল দ্বিতীয় ওই মেডিক্যাল সার্টিফিকেট জমা দেন তিনি। কিন্তু, ধরা পড়ে যান সু। কোম্পানির তরফে থানায় অভিযোগ দায়ের করা হয়। কোম্পানিকে ৫ হাজার সিঙ্গাপুর ডলার (ভারতীয় মুদ্রায় প্রায় ৩ লক্ষ ২০ হাজার টাকা) দেওয়ার জন্য সুকে নির্দেশ দেয় আদালত।