Highest Bridge: ২০৫১ ফুট উচ্চতায় তৈরি হল সেতু, ছাপিয়ে যাচ্ছে বিশ্বের সব রেকর্ড

Highest Bridge: বর্তমানে ফ্রান্সে ৯৪৭ ফুট উচ্চতার একটি সেতু রয়েছে, সেই উচ্চতাকেও এবার ছাপিয়ে গেল চিন। হুয়াজিয়াং গ্র্যান্ড ক্যানিয়নের উপর তৈরি হয়েছে ওই সেতু।

Highest Bridge: ২০৫১ ফুট উচ্চতায় তৈরি হল সেতু, ছাপিয়ে যাচ্ছে বিশ্বের সব রেকর্ড

May 02, 2025 | 5:50 PM

বেজিং: খুলে যাচ্ছে বিশ্বের সবথেকে উঁচু সেতু। নদীর উপর ২০৫১ ফুট উচ্চতায় তৈরি হয়েছে সেই ব্রিজ। ৯,৪৮২ ফুট দীর্ঘ এই সেতুর কাজ শুরু হয়েছিল ২০২২ সালে। অবশেষে শেষ হল সেই কাজ।

সেই সেতু উদ্বোধন করে কার্যত ইতিহাস তৈরি করতে চলেছে চিন। আগামী জুন মাসে খুলবে চিনেক হুয়াজিয়াং গ্র্যান্ড ক্যানিয়ন ব্রিজ। চিনের গুইঝু প্রদেশে তৈরি হয়েছে সেই সেতু।

বর্তমানে ফ্রান্সে ৯৪৭ ফুট উচ্চতার একটি সেতু রয়েছে, সেই উচ্চতাকেও এবার ছাপিয়ে গেল চিন। হুয়াজিয়াং গ্র্যান্ড ক্যানিয়নের উপর তৈরি হয়েছে ওই সেতু। চিনের ওই এলাকায় যাতায়াতের বড় সুবিধা হবে এই সেতু তৈরি হলে।

হুয়াজিয়াং গ্র্যান্ড ক্যানিয়ন ব্রিজ হল স্টিল দিয়ে তৈরি। এর দৈর্ঘ্য ৯,৪৮২ ফুট। ২০২২-এর ১৮ জানুয়ারি এই সেতু তৈরির কাজ তৈরি হয়, আর কাজ শেষ হওয়ার কথা আগামী ৩০ জুন। ২২,০০০ টন স্টিল লেগেছে সেতুটি তৈরি করতে, যা দিয়ে প্রায় তিনটি আইফেল টাওয়ার তৈরি হয়ে যাবে।

চিনের ঘিঝৌ হল এমন একটি জায়গা যেখানে বিশ্বের উচ্চতম সেতুগুলির মধ্যে অনেকগুলিই অবস্থিত। তবে নতুন এই সেতুটি তৈরি হলে কার্যত এক নজির তৈরি করবে রেল।