AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

২রা ডিসেম্বর ভারতে লঞ্চ হবে নিসান ম্যাগনাইট

তবে দেশীয় বাজারে Nissan Magnite নিল প্রায় দু’মাস।

২রা ডিসেম্বর ভারতে লঞ্চ হবে নিসান ম্যাগনাইট
নিসান ম্যাগনাইট
| Updated on: Nov 25, 2020 | 9:21 AM
Share

Tv9 বাংলা ডিজিটাল: ২১ অক্টোবর হয় প্রথম প্রদর্শিত হয়। তবে দেশীয় বাজারে  Nissan Magnite আসতে নিল প্রায় দু’মাস। ২ ডিসেম্বর ভারতে লঞ্চ হতে চলেছে নিসান-এর ম্যাগনেট সাব-কমপ্যাক্ট এসইউভি। Nissan-এর দাবি ফিচারসমৃ্দ্ধ ম্যাগনাইটে থাকবে প্রিমিয়াম টাচ। স্টাইলিশ লুকস আর চোখধাঁধানো জিজাইন, নজর কাড়তে বাধ্য।

আরও পড়ুন নতুন বছরে হুন্ডাই-এর উপহার, চার-চারটি নতুন গাড়ি

চেন্নাই নিসান মোটরসের কারখানাতে প্রস্তুত হয়েছে ম্যাগনাইট। এখনও পর্যন্ত গাড়ির দাম নিশ্চিতভাবে জানানো হয়নি, তবে শোনা যাচ্ছে, দাম ৫০ লক্ষ-১০ লক্ষ থাকবে। যদি এ দাম থাকে তাহলে ম্যাগনাইট, তার বাকি প্রতিদ্বন্দ্বী, কিয়ার সোনেট, হুন্দাই ভেন্যু এবং মারুতি সুজুকি ভিটারা ব্রেজারের মতো গাড়িকে বেশ বড়রকমের টেক্কা দিতে চলেছে।

nissan magnite 2020

নিসান ম্যাগনাইট

দু’টি ইঞ্জিন অপশনে পাওয়া যাবে। ন্যাচারাল অ্যাসপিরেটেড পেট্রোল ইঞ্জিন ও টার্বো চার্জড পেট্রোল ইঞ্জিন এই দুই অপশন পাবেন ক্রেতারা। ১.০ লিটার পেট্রোল ইঞ্জিনের ফুয়েল এফিসিয়েন্সি ১৮.৭৫ কিমি প্রতি লিটারের মতো হবে বলে জানা গেছে। ১.০লিটার টার্বো পেট্রোল (MT) ইঞ্জিনের ফুয়েল এফিসিয়েন্সি ২০ কিমি প্রতি লিটার ১.০ লিটার টার্বো পেট্রোল (CVT) ইঞ্জিনের ফুয়েল এফিসিয়েন্সি ১৭.৭ কিমি প্রতি লিটার হবে।

গাড়িটি XL, XV, XV Premium ও ২০টি ভ্যারিয়েন্টে পাওয়া যাবে। জাপানের গাড়ি প্রস্তুতকারক সংস্থাগুলো বিগত কয়েক বছর ধরে এখানে তার পণ্যগুলি বাজারের বেশিরভাগ ক্রেতাকে মুগ্ধ করতে পারছে না। আশা করা যায় নিসান ম্যাগনেট আশাহত করবে না।