AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

কোথায় পাব এত বড় স্তন! কাকে একথা বলেছিলেন নীনা গুপ্তা?

বর্ষীয়ান অভিনেত্রী নীনা গুপ্তার রসবোধ ও ঠোঁটকাটার প্রমাণ পেলেন দর্শকরা। ‘দ্য কপিল শর্মা শো’-তে এসে নিজের ব্যক্তিগত ও পেশাদার জীবন নিয়ে একাধিক মজার ছলে সত্য কথা ফাঁস করলেন অভিনেত্রী। সেখানেই উঠে আসে তাঁর হলিউডে পা রাখার পুরনো এক গুঞ্জন।

কোথায় পাব এত বড় স্তন! কাকে একথা বলেছিলেন নীনা গুপ্তা?
Neena Gupta
| Updated on: Dec 20, 2025 | 5:39 PM
Share

সোজা কথা সোজাভাবে বলতেই ভালোবাসেন তিনি। এবারও তার ব্যতিক্রম হলো না। বর্ষীয়ান অভিনেত্রী নীনা গুপ্তার রসবোধ ও ঠোঁটকাটার প্রমাণ পেলেন দর্শকরা। ‘দ্য কপিল শর্মা শো’-তে এসে নিজের ব্যক্তিগত ও পেশাদার জীবন নিয়ে একাধিক মজার ছলে সত্য কথা ফাঁস করলেন অভিনেত্রী। সেখানেই উঠে আসে তাঁর হলিউডে পা রাখার পুরনো এক গুঞ্জন।

কপিল শর্মা নীনাকে প্রশ্ন করেন, এক সময় রটেছিল যে নীনা গুপ্তা নাকি আমেরিকার জনপ্রিয় টেলিভিশন সিরিজ ‘বেওয়াচ’-এ পামেলা অ্যান্ডারসনের সঙ্গে অভিনয় করতে চলেছেন! এই গুঞ্জন নিয়ে কপিল প্রশ্ন করতেই, হাসিতে ফেটে পড়েন নীনা। বিন্দুমাত্র রাখঢাক না করে সরাসরি কপিলকে উত্তর দেন, “আরে, আমার তো অত বড় স্তন নেই! অত বড় বক্ষযুগল আমি কোথা থেকে আনব?” নীনার এই অকপট ও রসিকতাপূর্ণ মন্তব্যে মুহূর্তের মধ্যে স্টুডিওতে হাসির রোল ওঠে। পামেলা অ্যান্ডারসন তাঁর শারীরিক গঠন এবং বিশেষ করে ‘বেওয়াচ’-এ তাঁর উপস্থিতির জন্য বিশ্বজুড়ে আলোচিত ছিলেন। সেই চরিত্রের সঙ্গে নিজের তুলনা টেনে নীনার এমন ‘বোল্ড’ মন্তব্য ফের নেটপাড়ায় ভাইরাল।

গুঞ্জন যে কতখানি ভিত্তিহীন হতে পারে, তা নিজের স্বভাবসিদ্ধ ভঙ্গিতেই বুঝিয়ে দিলেন ‘বধাই হো’ খ্যাত এই তারকা। ভক্তরা বলছেন, বয়সের সঙ্গে সঙ্গে নীনার আত্মবিশ্বাস এবং কৌতুকবোধ যেন আরও ধারালো হচ্ছে।

তবে এই প্রথম নয়, এর আগেও নিজের শারীরিক গঠন এবং বিশেষ করে স্তন নিয়ে মন্তব্য করেছিলেন নীনা। নীনা তাঁর অটোবায়োগ্রাফিতেই লিখেছিলেন, ‘খলনায়ক’ ছবির ‘চোলি কে পিছে কেয়া হ্যায়’ গানের শুটিংয়ের সময় কীভাবে তাঁর স্তন নিয়ে কটূক্তি করেছিলেন পরিচালক সুভাষ ঘাই।