AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Calcutta High Court: নতুন বছরেই উদ্বোধন হচ্ছে কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের, শেষ মুহূর্তের প্রস্তুতি খতিয়ে দেখলেন বিচারপতিরা

Jalpaiguri: রাজ্য সরকারের আইন দফতরের তরফে ইতিমধ্যেই আনুষ্ঠানিকভাবে উদ্বোধনের দিনের কথা বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়েছে। জেলাশাসককে পাঠানো ওই বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, সার্কিট বেঞ্চের স্থায়ী ভবনের উদ্বোধনে উপস্থিত থাকবেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Calcutta High Court: নতুন বছরেই উদ্বোধন হচ্ছে কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের, শেষ মুহূর্তের প্রস্তুতি খতিয়ে দেখলেন বিচারপতিরা
গোটা এলাকা ঘুরে দেখলেন বিচারপতিরাImage Credit: TV 9 Bangla
| Edited By: | Updated on: Dec 20, 2025 | 4:52 PM
Share

জলপাইগুড়ি: তোড়জোড় চলছিল অনেক আগে থেকেই। শেষ হয়েছে কাজ। আর মাত্র ক’টা দিনের অপেক্ষা। আগামী ১৭ জানুয়ারি উদ্বোধন হতে চলেছে কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের স্থায়ী ভবনের। তারই চূড়ান্ত প্রস্তুতি খতিয়ে দেখলেন কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পাল সহ অন্যান্য বিচারপতিরা। ঘুরে দেখলেন গোটা এলাকা।  

জলপাইগুড়ি সদর ব্লকের পাহাড়পুর সংলগ্ন এলাকায় তৈরি হয়েছে সার্কিট বেঞ্চের স্থায়ী ভবন। ওখানেই হবে উদ্বোধনী অনুষ্ঠান। সেই উপলক্ষে যাবতীয় খুঁটিনাটি বিষয় খতিয়ে দেখার পাশাপাশি বিচারপতিরা জেলা ও পুলিশ প্রশাসনের কর্তাদের সঙ্গেও এই নিয়ে আলোচনা করেন। উপস্থিত ছিলেন জলপাইগুড়ির জেলাশাসক শমা পারভিন এবং পুলিশ সুপার ওয়াই রঘুবংশী। তাঁদের সঙ্গে দীর্ঘক্ষণ কথা হয় বিচারপতিদের। 

রাজ্য সরকারের আইন দফতরের তরফে ইতিমধ্যেই আনুষ্ঠানিকভাবে উদ্বোধনের দিনের কথা বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়েছে। জেলাশাসককে পাঠানো ওই বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, সার্কিট বেঞ্চের স্থায়ী ভবনের উদ্বোধনে উপস্থিত থাকবেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হেভিওয়েটের উপস্থিতি যেহেতু থাকছে সে কারণে এলাকার নিরাপত্তাতেও জোর দিচ্ছে পুলিশ। 

প্রসঙ্গত, আগেই জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের ল্যান্ড ডিড হস্তান্তর হয়েছে। রাজ্যের তরফে তা তুলে দেওয়া হয়েছিল হাইকোর্ট কর্তৃপক্ষের হাতে। আগে যখন প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের হাতে। তিনিও কাজ দেখতে গিয়েছিলেন। সেই সময় তাঁর সঙ্গে ছিলেন বিচারপতি বিশ্বজিৎ বসু, বিচারপতি শম্পা সরকার-সহ অনেকেই। রাজ্য প্রশাসনের কর্তাদের সঙ্গে একাধিকবার বৈঠকও হয় বিচারপতিদের। অবশেষে এবার হতে চলেছে উদ্বোধন।