AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Dhurandhar 2: বক্স অফিসে ঝড় তুলছে ‘ধুরন্দর’! এই ছবির দ্বিতীয়ভাগে কি দেখা যাবে দাউদ বা লাদেনকে?

প্রথম ছবিতে বারংবার এই প্রভাবশালী ব্যক্তির নাম শোনা গেলেও পর্দায় তাঁর দেখা মেলেনি। সঞ্জয় দত্ত অভিনীত চরিত্র এসপি চৌধুরী আসলাম তাঁর সাসপেনশনের পর থেকেই ইঙ্গিত দিয়েছিলেন যে, পর্দার আড়াল থেকে আসলে কলকাঠি নাড়ছেন এই ‘বড়ে সাহেব’। এবার সিক্যুয়েল আসার আগে সেই রহস্যের জট খুলতে শুরু করেছে।

Dhurandhar 2: বক্স অফিসে ঝড় তুলছে 'ধুরন্দর'! এই ছবির দ্বিতীয়ভাগে কি দেখা যাবে দাউদ বা লাদেনকে?
| Updated on: Dec 20, 2025 | 4:16 PM
Share

আদিত্য ধর পরিচালিত ‘ধুরন্ধর’-এর প্রথম পর্ব বক্স অফিসে ঝড় তোলার পর থেকেই দর্শকদের মনে ঘুরপাক খাচ্ছে একটিই প্রশ্ন— কে এই ‘বড়ে সাহেব’? প্রথম ছবিতে বারংবার এই প্রভাবশালী ব্যক্তির নাম শোনা গেলেও পর্দায় তাঁর দেখা মেলেনি। সঞ্জয় দত্ত অভিনীত চরিত্র এসপি চৌধুরী আসলাম তাঁর সাসপেনশনের পর থেকেই ইঙ্গিত দিয়েছিলেন যে, পর্দার আড়াল থেকে আসলে কলকাঠি নাড়ছেন এই ‘বড়ে সাহেব’। এবার সিক্যুয়েল আসার আগে সেই রহস্যের জট খুলতে শুরু করেছে।

ছবিতে এটুকু নিশ্চিত করা হয়েছে যে, এই ‘বড়ে সাহেব’ পাকিস্তান থেকে তাঁর সাম্রাজ্য চালাচ্ছেন। কিন্তু তাঁর প্রকৃত পরিচয় নিয়ে এখন উত্তাল নেটপাড়া। দর্শকদের মধ্যে উঠে আসছে তিনটি রোমাঞ্চকর প্রশ্ন:

তবে কি দাউদ ইব্রাহিমই সেই মাস্টারমাইন্ড? সোশ্যাল মিডিয়ায় সবচেয়ে জনপ্রিয় থিওরি হলো ‘বড়ে সাহেব’ আসলে কুখ্যাত ডন দাউদ ইব্রাহিম। এই জল্পনা আরও জোরালো হয়েছে যখন জানা গেছে যে, ছবির কাস্ট লিস্টে দানিশ ইকবালকে ‘দাউদ ইব্রাহিম’-এর চরিত্রে রাখা হয়েছে। অনুরাগীদের ধারণা, প্রথম পর্বে দাউদ হয়তো কয়েক সেকেন্ডের জন্য উপস্থিত ছিলেন, কিন্তু দ্বিতীয় পর্বে তাঁর চরিত্রটি অনেক বেশি বিস্তৃত হবে। এটি সত্যি হলে সংগঠিত অপরাধ এবং সন্ত্রাসবাদের এক অন্ধকার জগত দেখতে পাবে দর্শক।

যোগসূত্র কি মাসুদ আজাহারের সাথে? দ্বিতীয় থিওরিটি বলছে ‘বড়ে সাহেব’ হতে পারেন মাসুদ আজাহার। ছবির শুরুতেই কান্দাহারে আইসি-৮১৪ (IC814) বিমান হাইজ্যাকের দৃশ্য দেখানো হয়েছে, যেখানে আর মাধবন অভিনীত অজয় সান্যাল জিম্মি উদ্ধারে মধ্যস্থতা করেন। বাস্তবের সেই ঘটনায় মাসুদ আজাহারকে মুক্তি দিতে হয়েছিল। ফলে গল্পের খাতিরে তাঁর ফিরে আসার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

পর্দার আড়ালে ওসামা বিন লাদেন? একদল দর্শক আবার মনে করছেন বিষয়টির ব্যাপ্তি বিশ্বজনীন। ছবির প্রেক্ষাপট অনুযায়ী ওসামা বিন লাদেন তখনও জীবিত। ফলে আন্তর্জাতিক সন্ত্রাসবাদের জাল তুলে ধরতে লাদেনের মতো চরিত্রকেও ‘পাপেট মাস্টার’ হিসেবে ব্যবহার করা হতে পারে বলে মনে করছেন অনেকে। ধুরন্দর ছবির দ্বিতীয়ভাগ মুক্তি পাবে ১৯ মার্চ, ২০২৬।