খারাপ ফর্ম, দল থেকে বাদ গিল, ২ বছর পর দলে ঈশান!
প্রথম চমক শুভমন গিল। টেস্ট টিমের ক্যাপ্টেন। কিন্তু টি-টোয়েন্টি ম্যাচে রান পাচ্ছিলেন না। তাঁর খারাপ ফর্মের কথা মাথায় রেখে বিশ্বকাপের দল থেকে বাদ দেওয়া হল গিলকে। টি-টোয়েন্টি টিমে আসার পর সূর্যর সহকারী হিসেবে দেখা গিয়েছিল গিলকে। ভাইস ক্যাপ্টেন্সি আবার ফিরিয়ে দেওয়া হল অক্ষর প্যাটেলকে।

কলকাতা: চমক দুটো। একটা অবশ্যই চমকে দেওয়ার মতো ঘটনা। অন্যটা খানিকটা হলেও প্রত্যাশিত। আর দুই চমক নিয়েই টি-টোয়েন্টি বিশ্বকাপের টিম তৈরি হল ভারতের। এ বার দেশের মাঠে বিশ্বকাপ। ৭ ফেব্রুয়ারি উদ্বোধনী ম্য়াচে আমেরিকার বিরুদ্ধে খেলবে ভারত। রান না পেলেও ওই ম্যাচে টস করতে যাবেন ক্যাপ্টেন সূর্যকুমার যাদব। শনিবার মুম্বইয়ে বোর্ডের সদর দপ্তরে সূর্যের সঙ্গে নির্বাচক কমিটির বৈঠকের পর ঘোষণা করা হল ১৫ জনের দল। দুই চমকের পাশাপাশি প্রত্যাবর্তনের গল্পও থাকল।
প্রথম চমক শুভমন গিল। টেস্ট টিমের ক্যাপ্টেন। কিন্তু টি-টোয়েন্টি ম্যাচে রান পাচ্ছিলেন না। তাঁর খারাপ ফর্মের কথা মাথায় রেখে বিশ্বকাপের দল থেকে বাদ দেওয়া হল গিলকে। টি-টোয়েন্টি টিমে আসার পর সূর্যর সহকারী হিসেবে দেখা গিয়েছিল গিলকে। ভাইস ক্যাপ্টেন্সি আবার ফিরিয়ে দেওয়া হল অক্ষর প্যাটেলকে। একই সঙ্গে গিলের দল থেকে পড়া সঞ্জু স্যামসনের জন্য কিছুটা সুবিধা করে দিল। অভিষেক শর্মার সঙ্গে ওপেন করবেন তিনিই।
দ্বিতীয় চমক, ঈশান কিষান। ২ বছর ভারতীয় দলের বাইরে ছিলেন। সমালোচনার মুখেও পড়েছিলেন। হতাশায় ডুবে গিয়ে খেলা থেকেও ফোকাস হারিয়েছিলেন কিছুটা। বাইক দুর্ঘটনার মুখেও পড়েছিলেন। সে সব কাটিয়ে আবার ভারতীয় দলে। সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে দুরন্ত পারফর্ম করেছেন ঈশান। যা মাথায় ছিল নির্বাচকদের। প্রত্যাবর্তন হল রিঙ্কু সিংয়ের। কিপার জীতেশ শর্মাকে টিম থেকে বাদ দেওয়া হয়েছে। রিঙ্কুর ফিরে আসা দলের পক্ষে পজিটিভ বলেই ধরা হচ্ছে। ফিনিশারের ভূমিকায় দেখা যাবে তাঁকে।
পুরো দল- সূর্যকুমার যাদব, অভিষেক শর্মা, ঈশান কিষান, তিলক ভার্মা, হার্দিক পান্ডিয়াস শিবম দুবে, সঞ্জু স্যামসন, জসপ্রীত বুমরা, বরুণ চক্রবর্তী, অর্শদীপ সিং, কুলদীপ যাদব, হর্শিত রানা, ওয়াশিংটন সুন্দর, অক্ষর প্যাটেল, রিঙ্কু সিং।
