AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Kolkata Police: বাংলাদেশের আগুন কলকাতায় না ছড়িয়ে পড়ে, বড় সতর্কবার্তা নগরপালের

Kolkata Police commissioner on Bangladesh situation: ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে খুনের ঘটনাকে কেন্দ্র করে ফের জ্বলছে বাংলাদেশ। একজনকে জীবন্ত পুড়িয়ে দেওয়ার ছবি সামনে এসেছে। তা নিয়ে এপার বাংলাতেও সরব হয়েছেন অনেকে। এই আবহে কলকাতা পুলিশের মাসিক ক্রাইম মিটিংয়ে উঠে এল বাংলাদেশ প্রসঙ্গে।

Kolkata Police: বাংলাদেশের আগুন কলকাতায় না ছড়িয়ে পড়ে, বড় সতর্কবার্তা নগরপালের
কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মা (ফাইল ফোটো)Image Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Dec 20, 2025 | 2:28 PM
Share

কলকাতা: কয়েকদিন পরই বড়দিনের উৎসব। তারপর রয়েছে বর্ষবরণ। আনন্দে মেতে উঠবেন তিলোত্তমাবাসী। এই পরিস্থিতিতে বাংলাদেশে হিংসার আঁচ যাতে কলকাতায় এসে না পড়ে, তার জন্য সতর্ক থাকতে পুলিশকে বার্তা দিলেন কলকাতার নগরপাল মনোজ ভার্মা। কোনওরকম অশান্তির আঁচ পেলেই দ্রুত ব্যবস্থা নিতে বললেন। এসআইআর-এ শুনানিকে ঘিরেও যাতে কোনও অশান্তি না ছড়ায়, তার জন্য সতর্ক থাকতে পুলিশকে বার্তা দিলেন কলকাতার পুলিশ কমিশনার।

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে খুনের ঘটনাকে কেন্দ্র করে ফের জ্বলছে বাংলাদেশ। একজনকে জীবন্ত পুড়িয়ে দেওয়ার ছবি সামনে এসেছে। তা নিয়ে এপার বাংলাতেও সরব হয়েছেন অনেকে। এই আবহে শনিবার কলকাতা পুলিশের মাসিক ক্রাইম মিটিংয়ে উঠে এল বাংলাদেশ প্রসঙ্গে। জানা গিয়েছে, বাংলাদেশের অশান্তি আঁচ যেন কলকাতায় না এসে পড়ে, তা দেখার নির্দেশ দেন নগরপাল। তিনি বলেন, কলকাতা পুলিশ এলাকায় বাংলাদেশি পাড়ায় ওই অশান্তির আঁচ যেন না পড়ে। যদি কোনও আগাম আঁচ করা যায়, তাহলে দ্রুত পদক্ষেপ করারও নির্দেশ দেন মনোজ ভার্মা।

এছাড়া, SIR নিয়ে শুনানি পর্বে কলকাতা পুলিশের প্রতিটি থানা এবং বিশেষ করে শহরতলির থানাগুলিকে কঠোর নজর রাখতে বলা হয়েছে, যাতে কোনও অশান্তি দানা না বাঁধতে পারে। কয়েকদিন পর ক্রিসমাস। তারপর বর্ষবরণ। তার জন্য বিভিন্ন জায়গায় কঠোর নজর রাখতে বলেন সিপি।

কলকাতা পুলিশের মাসিক ক্রাইম মিটিংয়ে হোটেলগুলিতে মাঝেমধ্যে চেকিংয়ের নির্দেশ দেন নগরপাল। লাইসেন্স ঠিক আছে কি না, অথবা নতুন কোনও হোটেলের লাইসেন্স সঠিক কি না, তা নজর রাখার নির্দেশ দেন মনোজ ভার্মা। এছাড়াও বিভিন্ন অগ্নিকাণ্ডের ঘটনায় গুদামঘরের লাইসেন্স নিয়ে প্রশ্ন ওঠে। গুদামঘরের লাইসেন্স ও পর্যাপ্ত অনুমতি আছে কি না, নগরপাল তাও দেখতে বলেন বলে সূত্রের খবর।