কোন জিনিসটা ছাড়া শাহরুখ থাকতেই পারেন না? গোপন কথা ফাঁস করলেন আরিয়ান খান
নেটফ্লিক্সে মুক্তিপ্রাপ্ত আরিয়ান খানের প্রথম সিরিজ ব্যাডস অফ বলিউড সুপারহিটয আর সেই সিরিজের কারণেই সম্প্রতি এক ফিল্মি অ্যাওয়ার্ড শোয়ে সেরা পরিচালকের পুরস্কার পেলেন আরিয়ান। আর সেই পুরস্কার হাতে শাহরুখের ঢঙেই, আরিয়ান ফাঁস করলেন শাহরুখের একটি গোপন কথা।

লোকে বলে আরিয়ান খান নাকি এক্কেবারে বাপ কা বেটা, চলন, বলন, কণ্ঠস্বর একেবারেই যেন শাহরুখের মতো। তবে বলিউড বাদশার সঙ্গে নানারকম মিল থাকলেও, আরিয়ান কিন্তু একেবারেই বাবার মতো অভিনেতা হতে চান না। বরং বলিউড পরিচালক হয়েই সেরার সেরা হতে চান। আর তেমনটাই ঘটে গেল। নেটফ্লিক্সে মুক্তিপ্রাপ্ত আরিয়ান খানের প্রথম সিরিজ ব্যাডস অফ বলিউড সুপারহিটয আর সেই সিরিজের কারণেই সম্প্রতি এক ফিল্মি অ্যাওয়ার্ড শোয়ে সেরা পরিচালকের পুরস্কার পেলেন আরিয়ান। আর সেই পুরস্কার হাতে শাহরুখের ঢঙেই, আরিয়ান ফাঁস করলেন শাহরুখের একটি গোপন কথা।
কী বললেন আরিয়ান?
জীবনের প্রথম পুরস্কার পেয়ে আরিয়ান বলেন, ”এই পুরস্কারের জন্য সবার প্রথমে ধন্যবাদ জানাতে চাই, আমার মা ও বাবাকে। যেকোনও অনুপ্রেরণাই আমি পেয়েছি এই দুটো মানুষের কাছ থেকে। আর গোটা ইন্ডাস্ট্রিকেও ধন্যবাদ জানাতে চাই, আমার পাশে দাঁড়ানোর জন্য।”
আরিয়ান আরও বলেন, ”আমি বরাবরই পুরস্কার পছন্দ করি। পুরস্কার আমাকে উদ্ভুত করে। ঠিক যেমন আমার বাবা আমাকে বার বার বলেন, তিনি পুরস্কার ছাড়া বাঁচতেই পারবেন না। কারণ, পুরস্কার বা স্বীকৃতিই জীবনকে এগিয়ে নিয়ে যায়। তাই পুরস্কার খুব গুরুত্বপূর্ণ আমার বাবার কাছে। আমিও বাবার মতোই ভাবি। আমি পুরস্কার পেতে চাই, পুরস্কার ভালবাসি।”
১৯৯৭ সালের ১২ নভেম্বর জন্ম নেওয়া আরিয়ান খান, শাহরুখ ও গৌরী খানের প্রথম সন্তান। ছোটবেলা থেকেই তিনি বেড়ে উঠেছেন বিশেষ আদর যত্নে। বলিউডের অন্যতম স্টারকিড বলে কথা। তবে নিজের পথ তৈরি করতে চেয়েছেন নিজস্ব পরিশ্রমে। তিনি মুম্বইয়ের ধীরুভাই আম্বানি ইন্টারন্যাশনাল স্কুলে পড়াশোনা শেষ করে লন্ডনের সেভেনওকস স্কুলে ভর্তি হন। পরবর্তীতে ইউনিভার্সিটি অফ সাউদার্ন ক্যালিফোর্নিয়া থেকে সিনেমাটিক আর্টস ও টেলিভিশন প্রোডাকশনে স্নাতক সম্পন্ন করেন। তারপর থেকে সকলেই মুখিয়ে ছিলেন কবে অভিনয় জগতে পা রাখবেন আরিয়ান। কিন্তু তেমনটা করতে চাননি শাহরুখ পুত্র।
বহুবার ফিরিয়েছেন তিনি করণ জোহরের প্রস্তাব। স্থির করেছিলেন পরিচালকই হবে। সেই স্বপ্নই সত্যি হল ২০২৫ সালে। আরিয়ান খান কেবল রিয়েল এস্টেট বিনিয়োগেই নয়। এছাড়া ২০২৩ সালে তিনি চালু করেন এক আল্ট্রা-লাক্সারি পোশাক ব্র্যান্ড — D’YAVOL, যা দ্রুতই অনলাইনে জনপ্রিয়তা অর্জন করে।
আরিয়ানের বিলাসবহুল জীবনযাপন বরাবরই সংবাদমাধ্যমে আলোচনার বিষয়। ৭.৮৩ লক্ষ টাকার Rolex Cosmograph Daytona ঘড়ি, প্রায় ৪৭,০০০ টাকার Balenciaga স্নিকার্স। তিন বিলাস বহুল গাড়ি। মোটের ওপর তাঁর সম্পত্তির পরিমাণ ৮০ কোটি টাকা। যা বর্তমানে আরও বৃদ্ধি পেয়েছে বলেই বলিপাড়া সূত্রে খবর।
