Budget 2023: মোবাইল ফোন থেকে হিরে, এবারের বাজেটে দাম কমল কী কী পণ্যের, দেখে নিন একনজরে

TV9 Bangla Digital | Edited By: ঈপ্সা চ্যাটার্জী

Feb 01, 2023 | 2:23 PM

প্রত্যেকবারের মতোই এবারও বাজেটে সাধারণ মানুষের সবথেকে বেশি নজর বাজেটে কী কী জিনিসের দাম কমল ও কী কী জিনিসের দাম বাড়ল, তা নিয়ে। 

Budget 2023: মোবাইল ফোন থেকে হিরে, এবারের বাজেটে দাম কমল কী কী পণ্যের, দেখে নিন একনজরে
অলঙ্করণ অভিজিৎ বিশ্বাস।

Follow Us

নয়া দিল্লি: পেশ হল কেন্দ্রীয় বাজেট ২০২৩। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এই নিয়ে পঞ্চমবার বাজেট পেশ করলেন।  প্রত্যেকবারের মতোই এবারও বাজেটে সাধারণ মানুষের সবথেকে বেশি নজর বাজেটে কী কী জিনিসের দাম কমল ও কী কী জিনিসের দাম বাড়ল, তার উপরে। এবারের বাজেটে অর্থমন্ত্রী ঘোষণা করেন, দাম কমতে চলেছে মোবাইল ফোনের। অন্যদিকে, দাম বাড়ছে সিগারেটের।

এক নজরে দেখে নেওয়া যাক কী কী জিনিসের দাম কমল-

দাম কমছে মোবাইল ফোন

দাম কমছে লিথিয়াম ব্যাটারির

সস্তা হবে অটো-মোবাইল।

কমছে লোহার রড, ইস্পাতের দাম।

দাম কমছে ক্য়ামেরার।

পাশাপাশি টিভি প্যানেলের সেলের উপরে ২.৫ শতাংশ শুল্ক ছাড় ঘোষণা করা হল।

মোবাইল ফোনের কিছু কিছু পণ্যের আমদানির উপরে শুল্কে ছাড় দেওয়া হবে।

ল্যাবে উৎপাদিত হিরের উৎপাদনের ক্ষেত্রে বেসিক শুল্কে ছাড় ঘোষণা করা হল।

রফতানি বাড়াতে চিংড়ির খাবারের উপরেও শুল্কে ছাড় দেওয়া হবে।

Next Article