Share Market Update: বাজেট শেষ হতেই শেয়ার বাজারে পতন, ৪৫০ পয়েন্ট কমল সেনসেক্সের সূচক

TV9 Bangla Digital | Edited By: ঈপ্সা চ্যাটার্জী

Feb 01, 2023 | 3:08 PM

Union Budget 2023: অর্থমন্ত্রীর ঘোষণার উপরেই নির্ভর করে শেয়ার বাজারের ওঠানামা। আজ সকাল ১১টায় কেন্দ্রীয় বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন।

Share Market Update: বাজেট শেষ হতেই শেয়ার বাজারে পতন, ৪৫০ পয়েন্ট কমল সেনসেক্সের সূচক
প্রতীকী চিত্র

Follow Us

মুম্বই: কয়েক মুহূর্তের অপেক্ষা, তারপরই পেশ করা হবে কেন্দ্রীয় বাজেট ২০২৩। লোকসভা নির্বাচনের আগে এটাই শেষ কেন্দ্রীয় বাজেট। প্রতিবারের মতো এবারের বাজেট নিয়েও প্রত্যাশা রয়েছে অনেক। বাজেটের দিন বিশেষ নজর থাকে শেয়ার বাজারের দিকেও। অর্থমন্ত্রীর ঘোষণার উপরেই নির্ভর করে শেয়ার বাজারের ওঠানামা। আজ সকাল ১১টায় কেন্দ্রীয় বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। তার আগেই শেয়ার বাজার খুলতেই ঊর্ধ্বমুখী সেনসেক্স-নিফটির সূচক। এক নজরে দেখে নেওয়া যাক  শেয়ার বাজারের হালচাল-

 

  1. বাজেট পেশ হওয়ার এক ঘণ্টার মধ্যেই সেনসেক্সের সূচকে ৪৫০ পয়েন্ট পতন হল।
  2. বাজেট চলাকালীন দালাল স্ট্রিটে খুশির হাওয়া থাকলেও, বাজেট শেষ হতেই শেয়ার বাজারে পতন।
  3. বাজেট পেশ শুরু হতেই শেয়ার বাজারে সেনসেক্সের সূচক ১০০০ পয়েন্ট বেড়েছিল।
  4. অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বাজেট পেশ শুরু করতেই ঊর্ধ্বমুখী শেয়ার সূচকও।
  5. বুধবারের শেয়ার বাজারের সূচনা ইতিবাচকই হয়।
  6.   সেনসেক্সের সূচক ৪৩৭.৩২ পয়েন্ট বৃদ্ধি পায়। বর্তমানে সেনসেক্সের সূচক ৫৯ হাজার ৯৮৭ পয়েন্টে বেড়ে দাঁড়িয়েছে।
  7. আন্তর্জাতিক বাজারের তরফেও আগেই পূর্বাভাস দেওয়া হয়েছিল যে বাজেট শুরুর আগে শেয়ার বাজারের শুরুটা ইতিবাচক হবে।
  8. মঙ্গলবার শেয়ার বাজারে সেনসেক্সের সূচক ৪৯.৪৯ পয়েন্ট। ০.০৮ শতাংশ বেড়ে বাজার বন্ধের সময়ে সূচক ছিল ৫৯,৫৪৯.৯০।
  9. নিফটি সূচকও ১.৫২ শতাংশ বেড়েছিল গতকাল।
  10. শেয়ার বাজার বিশেষজ্ঞদের মতে, আজ নিফটির সূচক ১৭,৪০০ থেকে ১৭,৮০০-র মধ্যে থাকবে।

 

 

Next Article