Stock Exchange on Budget Day: ১ ফেব্রুয়ারি রবিবার, খুলবে ভারতের শেয়ার বাজার?
Union Budget 2026, Stock Exchange: ১ ফেব্রুয়ারি সাধারণত ছুটির দিন হলেও অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ওই দিনই বাজেট পেশ করতে পারেন। ২০১৭ সাল থেকে এটাই প্রথা। ক্যালেন্ডারের পাতা যাই বলুক, বাজেট পিছিয়ে দেওয়ার নজির কম। তবে ওই দিন বাজার খোলা থাকবে কি না, সেই নিয়ে কোনও চূড়ান্ত সিলমোহর দেয়নি ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ।

রবিবার সকালে কি আপনার ছুটির মেজাজ ফিকে হতে চলেছে? ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ বা NSE আগামী ১ ফেব্রুয়ারি, ২০২৬ বাজার খোলা রাখার কথা ভাবছে। কারণ ওই দিনই সংসদে পেশ হতে পারে ২০২৬-২৭ অর্থবর্ষের কেন্দ্রীয় বাজেট।
১ ফেব্রুয়ারি সাধারণত ছুটির দিন হলেও অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ওই দিনই বাজেট পেশ করতে পারেন। ২০১৭ সাল থেকে এটাই প্রথা। ক্যালেন্ডারের পাতা যাই বলুক, বাজেট পিছিয়ে দেওয়ার নজির কম। তবে ওই দিন বাজার খোলা থাকবে কি না, সেই নিয়ে কোনও চূড়ান্ত সিলমোহর দেয়নি ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ। দিল্লি থেকে সরকারি নির্ঘণ্ট ঘোষণার পরেই শেষ কথা বলবে মুম্বই।
বিনিয়োগকারীরা কি তৈরি?
আপনি হয়তো ভাবছেন রবিবারেও ট্রেডিং করতে হবে কেন? আসলে বাজেটের বড় ঘোষণার প্রভাব যাতে তক্ষুনি বাজারে পড়ে, সেটাই লক্ষ্য। এর আগেও ২০২০ এবং ২০২৫ সালে শনিবার বাজার খোলা ছিল। তবে বম্বে স্টক এক্সচেঞ্জ বা BSE এখনও এই নিয়ে কোনও স্পষ্ট বার্তা দেয়নি।
সাধারণত সকাল ৯টা ১৫ মিনিট থেকে বিকেল ৩টে ৩০ মিনিট পর্যন্ত লেনদেন চলে। আপনি যদি বিনিয়োগকারী হন, তবে ওই দিন ল্যাপটপ সঙ্গে রাখাই বুদ্ধিমানের কাজ হবে। সরকারি চূড়ান্ত নির্দেশ আসার পরেই বিনিয়োগের ছক সাজানো ভাল।
