Budget 2022: এবারের বাজেটে কোন কোন বিষয়ের দিকে তাকিয়ে শহরের প্রবীণরা?

TV9 Bangla Digital | Edited By: raktim ghosh

Jan 25, 2022 | 6:39 PM

"রেল কম ঝমাঝম, পা পিছলে..." এই বয়সে সেটা হলে কে দেখবে সরকার? রেল থেকে স্বাস্থ্য করোনার কঠিন সময়ে প্রবীণদের জন্য বাজেট প্রহসন বলছেন তাঁরাই।

ফেব্রুয়ারি মাসের ১ তারিখ সংসদে ২০২২-২৩ অর্থবর্ষের কেন্দ্রীয় বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হয়ে মসনদে বসার পর বিজেপি সরকারে এটি ১০ তম বাজেট। বাজেট পেশের আগে কী ভাবছেন শহরের প্রবীণরা ? খোঁজ নিল টিভি নাইন বাংলা। দেখুন সেই ভিডিয়ো।

Published on: Jan 22, 2022 05:19 PM