Budget 2022: কোন কোন জিনিসের দাম কমা উচিত, কী বলছেন ‘হোম মিনিস্টাররা’?
সংসারের বাজেট নির্ধারণ করে সংসারের গিন্নিরাই। আজ গ্যাসের দামের বাড়বাড়ন্ত তো কাল তেলের। এই অবস্থায় কী বলছেন হোম মিনিস্টাররা?
হোম ফাইন্যান্স মিনিস্টার বাড়ির মহিলারাই। তাঁরাই বাজেট বানান । বাজারে কখনও গ্যাসের আগুন দাম। কখনও আবার দামের ঝাঁঝে তেলে হাত দেওয়া কঠিন। আর এইসব ক্ষেত্রে তেলে- বেগুনে জ্বলে ওঠেন এই হোম মিনিস্টাররা। বাজেটের আগে কী বলছেন তাঁরা?
Published on: Jan 22, 2022 01:16 AM