Budget 2022: কোন কোন জিনিসের দাম কমা উচিত, কী বলছেন ‘হোম মিনিস্টাররা’?

TV9 Bangla Digital | Edited By: raktim ghosh

Jan 25, 2022 | 6:37 PM

সংসারের বাজেট নির্ধারণ করে সংসারের গিন্নিরাই। আজ গ্যাসের দামের বাড়বাড়ন্ত তো কাল তেলের। এই অবস্থায় কী বলছেন হোম মিনিস্টাররা?

হোম ফাইন্যান্স মিনিস্টার বাড়ির মহিলারাই। তাঁরাই বাজেট বানান । বাজারে কখনও গ্যাসের আগুন দাম। কখনও আবার দামের ঝাঁঝে তেলে হাত দেওয়া কঠিন।  আর এইসব ক্ষেত্রে তেলে- বেগুনে জ্বলে ওঠেন এই হোম মিনিস্টাররা। বাজেটের আগে কী বলছেন তাঁরা?

Published on: Jan 22, 2022 01:16 AM