
সেভিংস ব্যাঙ্ক অ্যাকাউন্টে মিনিমাম ব্যালেন্স কত হওয়া উচিত? তা নিয়ে দেশ জুড়ে বিতর্ক। একদিকে যেমন আইসিআইসিআই ব্যাঙ্ক (ICICI Bank) মিনিমাম ব্যালেন্স কয়েকগুণ বাড়িয়ে দিয়েছে, তেমনই একাধিক রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক তাদের মিনিমাম ব্যালেন্স শূন্য করে দিয়েছে। আর এর দুই পরস্পর বিপরীত অবস্থানের মধ্যে আতান্তরে পড়েছেন সাধারণ মানুষই।
বেসরকারি ব্যাঙ্ক ও রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের মিনিমাম ব্যালেন্সের এই যে এক বিরাট পার্থক্য, এই নিয়ে এবার মুখ খুললেন রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় গভর্নর সঞ্জয় মালহোত্রা। গুজরাটের একটি অনুষ্ঠানে এসে তিনি বলেন, এই মিনিমাম ব্যালেন্সের ব্যাপারটা দেশের কেন্দ্রীয় ব্যাঙ্কের আওতায় নেই। আইন বলে, প্রতিটা ব্যাঙ্কের নিজস্ব ক্ষমতা রয়েছে সেই ব্যাঙ্ক মিনিমাম ব্যালেন্স হিসাবে কত টাকা রাখার নির্দেশিকা জারি করবে।
উল্লেখ্য, মিনিমাম ব্যালেন্স কত হওয়া উচিত, এই বিষয়ে ঘৃতাহুতি পড়ে তখনই, যখন আইসিআইসিআই ব্যাঙ্ক ঘোষণা করে তাদের মেট্রো ও আরবান এলাকায় ১ অগস্টের পর নতুন খোলা অ্যাকাউন্টে মিনিমাম ব্যালেন্স রাখতে হবে ৫০ হাজার টাকা। তা না হলে ৫০ হাজারের যত টাকা কম থাকবে তার ৬ শতাংশ পেনাল্টি হিসাবে কাটবে। যদিও এর সর্বোচ্চ সীমা ধার্য করা হয়েছে ৫০০ টাকা।