
নয়া দিল্লি: দেশের বিভিন্ন ব্যাঙ্কে পড়ে রয়েছে লক্ষ কোটি টাকা। দাবিদার নেই কেউ। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জানালেন, দেশের বিভিন্ন ব্যাঙ্কে ও আর্থিক সংস্থার কাছে মোট ১.৮৪ লক্ষ কোটি টাকা পড়ে রয়েছে, যার কোনও দাবিদার নেই।
গান্ধীনগর থেকে ‘আপকি পুঞ্জি, আপকা অধিকার’ (Your Money, Your Right) অভিযান শুরু করা হয়। তিন মাস ধরে এই অভিযান চলবে, যেখানে নাগরিকদের জমা টাকা তাদের ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করা হবে। ডরম্যান্ট ডিপোজিট, ইন্সুরেন্স প্রসিডে যে টাকা পড়ে রয়েছে, তা কীভাবে রিক্লেম করতে হবে, তা নিয়ে সচেতনতা তৈরি করা হবে। ডিজিটাল মাধ্যমে কীভাবে এই টাকা ক্লেম করা যাবে, তা তুলে ধরা হবে।
সরকার চায়, জনগণের জমা রাখা টাকা যেন তাদের কাছেই ফিরিয়ে দেওয়া হয়। যে দাবিহীন ডিপোজিট, ইন্সুরেন্স প্রসিড, ডিভিডেন্ট, মিউচুয়াল ফান্ড ব্যালেন্স, পেনশন পড়ে রয়েছে, তা ফিরিয়ে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে সরকারের তরফে। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এ প্রসঙ্গে বলেন, এটা শুধুমাত্র কাগজের একটা নথি নয়। সাধারণ মানুষের কষ্টোর্জিত জমা অর্থ, যা শিক্ষা, স্বাস্থ্য ও আর্থিক সুরক্ষা দিতে পারবে।
অর্থমন্ত্রী জানান, মোট ১ লক্ষ ৮৪ হাজার কোটি টাকা জমা রয়েছে। এই টাকা সম্পূর্ণ সুরক্ষিত রয়েছে। সঠিক নথি নিয়ে আসলেই, এই টাকা ফেরত দেওয়া হবে। সরকার এখন কাস্টডিয়ানের ভূমিকা পালন করছে। বিভিন্ন সরকারি, বেসরকারি ব্যাঙ্ক, রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া, আইইপিএফে টাকা জমা রয়েছে।