Gold Price Today: প্রায় হাজার টাকা সস্তা সোনা! লক্ষ্মীবারে কত দরে বিকোচ্ছে হলুদ ধাতুর?
Gold Price Today: বৃহস্পতিতে দাম কমল সোনা-রুপোর। গত তিনদিনে প্রায় হাজার টাকা দাম কমল সোনার।
কলকাতা: বৃহস্পতিতেও দাম কমল সোনার (Gold Price Today)। ফলে ক্রেতাদের মুখে ফুটল হাসি। বসন্তের হাওয়ায় পরপর তিনদিন কমল হলুদ ধাতুর দর। বৃহস্পতিবার ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম কমল ১০০ টাকা। একই হারে দাম কমেছে ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার। এদিন সোনার পাশাপাশি দাম কমল রুপোরও (Silver Price Today)। আজ ১ কেজি রুপোর দাম কমেছে ১০০ টাকা।
বৃহস্পতিবার সকাল ১১ টা অনুযায়ী কলকাতায় সোনা-রুপোর দাম :
২২ ক্যারেট হলমার্ক সোনা (১ গ্রাম) : ৫,০৯০ টাকা
২২ ক্যারেট হলমার্ক সোনা (৮ গ্রাম) : ৪০,৭২০ টাকা
২২ ক্যারেট হলমার্ক সোনা (১০ গ্রাম) : ৫০,৯০০ টাকা
২২ ক্যারেট হলমার্ক সোনা (১০০ গ্রাম) : ৫,০৯,০০০ টাকা
২৪ ক্যারেট পাকা সোনা (১ গ্রাম) : ৫,৫৫৩ টাকা
২৪ ক্যারেট পাকা সোনা (৮ গ্রাম) : ৪৪,৪২৪ টাকা
২৪ ক্যারেট পাকা সোনা (১০ গ্রাম) : ৫৫,৫৩০ টাকা
২৪ ক্যারেট পাকা সোনা (১০০ গ্রাম) : ৫,৫৫,৩০০ টাকা
১ কেজি রুপোর বাটের দাম : ৬৫,৪৫০ টাকা
সোনা-রুপোর তুলনামূলক দাম :
রঙের উৎসবে দাম কমল সোনার। দেশীয় বাজারে পরপর তিনদিন দাম কমেছে হলুদ ধাতুর। গতকাল ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম কমেছিল ৬৫০ টাকা। তারপর আজও ১০০ টাকা কমল দাম। আর তিনদিনে মোট ৯৫০ টাকা কমেছে সোনার দাম। অর্থাৎ ক্রেতাদের জন্য প্রায় হাজার টাকা সস্তা হল সোনা। সোনার পাশাপাশি গত এক মাসে সর্বনিম্ন হয়েছে রুপোর দরও।
বৃহস্পতিবার বিশ্ব বাজারে ১ ট্রয় আউন্স স্পট গোল্ডের দাম রয়েছে ১,৮১৪.৭৪ মার্কিন ডলার।
সোনার শেয়ার বাজারের দাম :
বৃহস্পতিবার প্রতিবেদনটি লেখার সময় দাম কমেছে টাইটান কোম্পানির শেয়ারের। এ দিন এই সংস্থার শেয়ারের দাম কমে হয়েছে ২,৩৮৯.৮০ টাকা। এ দিন কল্যাণ জুয়েলারের শেয়ারের দাম বেড়ে হয়েছে ১২১ টাকা। আজ দাম বেড়েছে পিসি জুয়েলারের শেয়ারেরও। এই সংস্থার শেয়ারের দাম বেড়ে হয়েছে ৩৬.৪০ টাকা।