Gold Price today: পুজোর উপহার! সর্বোচ্চ স্তর থেকে ৯৩০৮ কমল টাকা সোনার দাম
মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে (MCX) ডিসেম্বর মাসের সোনার দাম ০.১৪ শতাংশ বেড়েছে। অন্যদিকে রুপোর দাম ০.৪৮ শতাংশ কমেছে। এদিন ডিসেম্বর মাসের সোনার দাম ৪৬,৮৯২ টাকা প্রতি ১০ গ্রাম। অন্যদিকে রুপোর দাম প্রতি কেজি ৬০,৯৬৩ টাকা।
কলকাতা: গত প্রায় এক মাস ধরেই সোনা রুপোর দাম ওঠা নামা করছে। আরও বিশেষভাবে বললে গত কিছুদিন ধরে কমছে সোনার দাম। আজ সোনার দামে সামান্য উন্নতি দেখা গিয়েছে। মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে (MCX) ডিসেম্বর মাসের সোনার দাম ০.১৪ শতাংশ বেড়েছে। অন্যদিকে রুপোর দাম ০.৪৮ শতাংশ কমেছে। এদিন ডিসেম্বর মাসের সোনার দাম ৪৬,৮৯২ টাকা প্রতি ১০ গ্রাম। অন্যদিকে রুপোর দাম প্রতি কেজি ৬০,৯৬৩ টাকা। ২০২০ সালের কথা ধরলে গত বছর অক্টোবর মাস পর্যন্ত সোনা প্রতি ১০ গ্রাম ৫৬,২০০ টাকার রেকর্ড দামে বিক্রি হয়েছিল। ফলে আজকের দাম ধরলে এই মুহূর্তে সোনার দাম ৯৩০৮ টাকা সস্তা হয়েছে।
কলকাতার সোনা-রুপোর দর
শুক্রবার কলকাতায় ১ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম ৪,৬৩০ টাকা। ৮ গ্রাম সোনার দাম ৩৭,০৪০ টাকা। পাশাপাশি ১০ গ্রাম এবং ১০০ গ্রাম সোনার দাম রয়েছে যথাক্রমে ৪৬,৩০০ টাকা এবং ৪,৬৩,০০০ টাকা। অন্যদিকে শহরে আজ ১ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম ৪,৯০০ টাকা। ৮ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম ৩৯,২০০ টাকা। এছাড়াও ১০ গ্রাম এবং ১০০ গ্রাম সোনার দাম আজ যথাক্রমে ৪৯,০০০ টাকা এবং ৪,৯০,০০০ টাকা।
শেয়ার বাজারে সোনা-রুপোর দর
কমোডিটির (MCX) বাজারে আজ সোনা রুপোর দরে সামান্যই বদল দেখতে পাওয়া গিয়েছে। এদিন এমসিএক্সে ডিসেম্বর মাসের সোনার দাম ০.২৪ শতাংশ বেড়ে ৪৬,৯৪০.০০ টাকা দরে বিক্রি হচ্ছে। অন্যদিকে ডিসেম্বর মাসের রুপোর দাম এদিন রয়েছে প্রতি কেজি ৬১,০৯০ টাকা।
জুয়েলারি শেয়ার হালহকিকত
সোনা-রুপোর জুয়েলারি কোম্পানির শেয়ারের দাম আজ অনেকটাই কমেছে। এদিন টাইটান কোম্পানির শেয়ারের দাম -০.৭৮ শতাংশ কমে হয়েছে ২,৩৫৭.৫৫ টাকা। অন্যদিকে রাজেশ এক্সপোর্টের শেয়ারের দাম ০.১১ শতাংশ বেড়ে হয়েছে ৬১৬.১০ টাকা। বৈভব গ্লোবালের শেয়ারের দাম ৪.৮১ শতাংশ বেড়ে হয়েছে ৭৪৩.৫৫ টাকা। কল্যাণ গ্লোবালসের শেয়ারের দাম -২.৫৬ শতাংশ কমে হয়েছে ৭৭.৯৫ টাকা। এছাড়াও গোল্ড ইন্টারের শেয়ারের দাম ২.০৬ শতাংশ বেড়ে হয়েছে ৯৮৪৩.০০ টাকা।
বিশ্বে সোনা-রুপোর বাজার
বিশ্ব বাজারে আজ সোনার দাম বেড়েছে। এদিন বিশ্ব বাজারে সোনার দাম + ০.২৬ শতাংশ অর্থাৎ ৪.৬৪ ডলার বেড়ে হয়েছে প্রতি আউন্স ১,৭৫৯.৬০ ডলার। অন্যদিকে রুপোর দাম -০.২৯ শতাংশ অর্থাৎ ০.০৭ সেন্ট কমে প্রতি আউন্সের দাম হয়েছে ২২.৫২ ডলার।
সোনার মিউচুয়াল ফান্ড
সোনার মিউচুয়াল ফান্ডেও আজ দাম সামান্যই পরিবর্তিত হয়েছে। এদিন অ্যাক্সিস গোল্ড ইটিএফ-এর দাম -০.১০ শতাংশ কমে ৪০.৫৬ টাকা হয়েছে। বিড়লা গোল্ড ইটিএফের দাম ০.৬৬ শতাংশ বেড়ে হয়েছে ৪,২৯৪.২৮ টাকা। অন্যদিকে গোল্ড বিইইএস-এর দাম -০.০৭ শতাংশ কমে হয়েছে ৪০.৫৪ টাকা। এইচডিএফসি গোল্ড ইটিএফ-এর দাম এদিন অপরিবর্তিতই থেকেছে। এদিন এইচডিএফসি গোল্ড ইটিএফ-এর দাম ৪১.৬৩ টাকা হয়েছে। এছাড়াও আইসিআইসিআই- এর মিউচুয়াল ফান্ডের দাম হয়েছে ৪১.৫০ টাকা।